বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এখন বানভাসি। উত্তর থেকে দক্ষিণ প্রায় অধিকাংশ জেলায় হাবুডুবু খাচ্ছে বন্যার (Flood) জলে। প্রতিনিয়ত রাজ্য সরকার সাধারণ মানুষদের বাঁচাতে ত্রাণ তহবিলের ব্যবস্থা করছে। এমনকি বিভিন্ন ক্লাব থেকেও আসছে ত্রাণের ব্যবস্থা। তবে এবার রাজ্যের পাশে দাঁড়ালো কেন্দ্র।
বন্যা (Flood) বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে সাহায্য কেন্দ্রের
পশ্চিমবঙ্গের (West Bengal) বন্যা (Flood) পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। আগামী দিনে আরো সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে৷ সেই দল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে।
আরোও পড়ুন : দূর হল চিন্তা! ৬৫ লক্ষ পেনশনভোগীর জন্য বড় খবর! পুজোর আবহেই নয়া উদ্যোগ
এই রিপোর্টের উপর ভিত্তি করে বন্যা (Flood) বিধ্বস্ত এলাকা গুলির জন্য আরো অতিরিক্ত সাহায্যের অনুমোদন দেবে কেন্দ্র সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বন্যাকবলিত ১৪ টি রাজ্যে সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ১৪টি রাজ্যে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।
১৪ টি রাজ্যে যত টাকা পাঠানো হয়েছে তার তালিকা:
মহারাষ্ট্রকে বন্যার (Flood) জন্য কেন্দ্র পাঠিয়েছে ১,৪৯২ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে ১০৩৬ কোটি টাকা, অসমকে ৭১৬ কোটি টাকা। এদিকে বিহারের বন্যা নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়েছে ৬৫৫.৬০ কোটি টাকা, গুজরাটকে ৬০০ কোটি টাকা। এছাড়াও হিমাচল প্রদেশকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ১৮৯.২০ কোটি টাকা, কেরলকে ১৪৫.৬০ কোটি টাকা।
আরোও পড়ুন : লিড রোলে সুযোগ মিললেও, বাদ দেওয়া হয়! তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চোখে জল ‘কড়িখেলা’র শ্রীপর্ণার
অন্যদিকে তেলঙ্গানাকে ৪১৬.৮০ কোটি টাকা, মণিপুরকে ৬০ কোটি, মিজোরামকে দেওয়া হয়েছে ২১.৬০ কোটি টাকা, নাগাল্যান্ডকে ১৯.২০ কোটি টাকা, সিকিমকে ২৩.৬০ কোটি টাকা আর ত্রিপুরাকে ২৫ কোটি টাকা। আর আমাদের পশ্চিমবঙ্গকে (West Bengal) অনুদান হিসেবে কেন্দ্র দিয়েছে ৪৬৮ কোটি টাকা।
কেন্দ্রর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুরে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য বিশেষ একটি টিম পাঠানো হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের অবস্থা খতিয়ে দেখার জন্য দল আসবে কেন্দ্রের তরফ থেকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।
আর পরিদর্শনের পর কেন্দ্র সরকারকে খোঁচা মেরে মন্তব্য করেন কেন্দ্র সরকারের তরফ থেকে কোন রকমের সাহায্য করা হয়নি। আর সেই মন্তব্যের দিন কয়েক পেরোতে না পেরোতেই কেন্দ্র সরকারের এই সাহায্য রাজ্য সরকারের মুখ বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি খারাপ থাকলে আগামী দিনে আরো সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার।