রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে চার দেশে বন্যায় মৃত ৬০০

বাংলাহান্ট ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ নেপাল মায়ানমারে এবছর বন্যায় মৃত্যু হয়েছে মোট ৬০০ জনের। রাষ্ট্রসঙ্ঘের আধিকারিক ফারহান হক এই রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে বলা হয়েছে চার দেশে বন্যায় প্রায় আড়াই কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন।

images 43

ইউনিসেফ বন্যায় ক্ষতিগ্রস্ত অসম,বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের সরকারের সাথে কাজ করছেন। বন্যায় এই রাজ্যগুলিতে বহু মানুষ মারা গিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী বন্যায় শুধুমাত্র অসম ও বিহারে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

0ad5c8b75b1cc856cf3db9aa2b30c251

বাংলাদেশে ৪০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মায়ানমারে বাস্তুহারা প্রায় ৪০ হাজার। রিপোর্ট জানাচ্ছে, ভারতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক কোটি মানুষের সাড়ে চার লক্ষ শিশু। প্রশাসন বন্যাদুর্গত মানুষের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়ায় চেষ্টা করছেন।

সম্পর্কিত খবর