ঢেউয়ের সাথে বরফের ফেনা, অবাক ঘটনা দীঘায়

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার জনপ্রিয়তম সমুদ্র সৈকত দীঘায় ঘটল আজব ঘটনা। সমুদ্রের জলের সঙ্গে ভেসে এল পেঁজা বরফ। কেন এমন অবাক করা ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও অনেকেই মনে করছেন এই ঘটনার পেছনে রয়েছে আম্ফান।

PicsArt 05 17 05.40.51

লকডাউনের কারনে পৃথিবীর বিভিন্ন দেশে কমেছে দূষন। দীঘাও তার ব্যাতিক্রম নয়। সারা বছর উপচে থাকা ভিড় এখন নেই দীঘায়। জনমানবশূন্য সমুদ্রতট। ফাঁকা ঝাউবন। নেই কোনো মৎস্যজীবীও। ফিরেছে চেনা অচেনা নানা মাছও। এরই মাঝে এই ঘটনা অবাক করেছে সবাইকে।

এই ফেনা দেখতে পেঁজা বরফের মতো। তুষারের মতো ফেনার অংশ হাওয়ায় ভেসে মেরিন ড্রাইভ পর্যন্ত চলে যায়। গার্ডওয়ালের উপরেও ফেনা জমে পেঁজা তুলোর আকার নেয়। ছোট ছোট বরফকণাও ছিটকে আসে তটে। তবে কিছুক্ষণের মধ্যেই জলে মিশে যায় ওই বরফকণা। সাথে পাল্লা দিয়ে চলে সমুদ্রের গর্জন। এই ঘটনার সাথে আম্ফানের যোগ দেখছেন অনেকেই।

প্রসঙ্গত, আয়লার পথ ধরেই এগিয়ে আসছে ঘুর্ণিঝড় আম্ফান। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার বেলা ১২টায় মন্দারমণির কাছে মূল ভূ খন্ডে আছড়ে পড়তে চলেছে ঝড়টি। গতি থাকবে ১৭০ কিমি প্রতি ঘন্টা। আয়লার মতোই দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে তান্ডব চালাবে ঝড়টি। পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবেশ করে ঝড়টি হাওড়া, কলকাতা, উঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।

ঘূর্ণীঝড়ের আশঙ্কায় সমদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে মৎস্যজীবীদের বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে নিষেধ করা হয়েছে

সম্পর্কিত খবর