লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? বাংলার মহিলারা পাবেন ৩০০০ টাকা! কীভাবে? জানুন

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোটে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড়। তৃণমূলের (Trinamool Congress) সেই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের। পরবর্তীতে এই স্কিমের ধাঁচে দেশের নানান রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প আনা হয়েছে। তার মধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। এবার ছাব্বিশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার অতীত? এবার বড় প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)

গত বিধানসভা ভোটের পর লোকসভা নির্বাচনেও তৃণমূলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। এবার সেটাকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। সম্প্রতি হলদিয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। রবিবার সেখানকার জনসভা থেকেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘মায়েদের, দিদিদের, বোনেদের ১০০০ টাকা নয়, ৩০০০ টাকা দেবে বিজেপি’। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে এদিন বড় প্রতিশ্রুতি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

আরও পড়ুনঃ ‘বিমানে উঠে দেখি…’! টিকিট কাটলেও বসার জায়গা নেই! দাঁড়িয়ে কলকাতা ফিরলেন প্রাক্তন TMC সাংসদ

সেই সঙ্গেই শুভেন্দু বলেন, ‘২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। ১ লক্ষ নয়, তিন লক্ষের বাড়ি দেবে। প্রত্যেক বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি হবে। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে’। এখানেই শেষ নয়! ভোটমুখী বাংলায় আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, সব বাড়িতে শৌচাগার, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি।

Suvendu Adhikari

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে এখনও বছরখানেক বাকি। তার আগেই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল, বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতিতে ভরসা করলে চলবে না, সেটা বুঝতে পেরেছে গেরুয়া শিবির। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এমতাবস্থায় ভোটমুখী বাংলায় বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর