রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারীবৃষ্টির সম্ভাবনা, জেনেনিন কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই রয়েছে কুয়াশাচ্ছন্ন (Foggy) মেঘলা আকাশ (Cloudy skies)। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছেন বৃষ্টির (Rain) সমাভবনা রয়েছে। কলকাতা (Kolkata) সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হবে বজ্রবিদ্যুত (Thunderstorm) সহ ভারী বৃষ্টি। বুধবার থেকেই শুরু হবে এই বৃষ্টি। এবং চলবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। গোটা সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টির দৌরাত্ম।

rain 5aed6e831fe03 1554186749726

   

 

বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের ফলে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain)। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলা সহ দক্ষিণের নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার (Bihar), ঝাড়খন্ড-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন বৃষ্টিপাত না হলেও, আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানায় হাওয়া অফিস। কলকাতায় থাকবে মেঘলা আকাশ।

বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকেই শুরু হয়ে চলবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। ওড়িশাতেও দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর