লক্ষ্মী বারে মেনে চলুন এই সকল নিয়ম, সংসারে থাকবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ বার হিসাবে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর (Lakshmi) বার হিসাবে ধরা হয়। কথায় বলে, লক্ষ্মী বারে এইদিন শুদ্ধ চিত্তে মা লক্ষ্মীকে স্মরণ করলে, মা আপনার সহায় হবেন। সংসারে ফিরবে সুখ শান্তি, ভরে উঠবে ধন সম্পদে। গৃহস্থ বাড়ির মহিলারা কম বেশি প্রত্যেকেই প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করে থাকেন। পুজো শেষে পাঁচালিও পড়েন। তবে জানেন কি এমন কিছু কাজ আছে, যা পুজোর সময় একদমই করা উচিত নয়।

Hindu Goddess Lakshmi in home temple 2

দেখে নিন কি কি একদমই করবেন না পুজো দেওয়ার সময়।

  • খেয়াল রাখবেন ঠাকুর যেন কোন সময়ই মাটিতে না রাখা হয়।
  • অনেক সময় অনেকেই একসঙ্গে অনেকটা পুজো দেওয়ার প্রসাদ এনে রাখেন। কিন্তু একসঙ্গে অনেকটা প্রসাদ আনলেও, তা কখনই ঠাকুর ঘরে রাখবেন না। রোজের প্রসাদ নিয়ে তা আবারও অন্যত্র সরিয়ে রাখুন।

Picture 4 18

  • ঠাকুরের সামনে কোন রকম পচা বা খারাপ ফুল রাখতে নেই।
  • পুজোর জন্য জ্বলানো প্রদীপ পুজো না শেষ হওয়া অবধি জ্বালিয়ে রাখতে হয়।
  • পুজোর সময় প্রত্যেককেই আলাদা আলাদা আলাদা আসন ব্যবহার করতে হয়।

8 1519969038

  • উগ্র গন্ধযুক্ত ধূপ না ব্যবহার করাই ভালো।
  • ঠাকুর ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে।

Smita Hari

সম্পর্কিত খবর