বাংলাহান্ট ডেস্কঃ সোমবার মানেই মহাদেব শিবের (shiva) বার। সপ্তাহের যে কোন দিনই মহাদেবের পুজো করা যায়, তবে সোমবার মহাদেবের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। তাই অনেকেই প্রতি সোমবার করে সকালে স্নান সেরে শিবের মাথায় জল ঢেলে তারপর আহার গ্রহণ করেন।
তবে প্রতি সোমবার করে শিবের মাথায় জল ঢালার সময় যদি কয়েকটি বিশেষ নিয়ম পালন করতে পারেন, তাহলে জীবনে ফিরবে সুখ, স্বাচ্ছন্দ্য।
স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন।
নিজে শুদ্ধ হয়ে তাপর প্রথমে ভালো করে দুধ দিয়ে শিব স্নান করিয়ে মধু ও ঘি দিয়ে স্নান করিয়ে আবার গঙ্গা জল দিয়েও স্নান করাতে হবে।
মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পন করে এদিন নিরামিষ আহার গ্রহণ করুন।
পুজোতে নিখুঁত বেলপাতা ব্যবহার করুন। সঙ্গে অপরাজিতা ফুল দিয়ে এবং অবশ্যই ধূপ ধুনো জ্বেলে ওম নমঃ শিবায়ঃ মন্ত্র উচ্চারণ করে মহাদেবের আরাধনা করুন।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবকে তিল অর্পণ করলে, শরীর থেকে রোগ মুক্তি ঘটবে।