রামনবমীর দিনে পালন করুন এই বিধিগুলো, খুলে যাবে ভাগ্যের তালা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: হিন্দুদের কাছে রামনবমী হল একটি অত্যন্ত পবিত্র দিন। সারাদেশ জুড়েই মহাসমারোহে পালিত হয়ে এই দিনটি। চলতি বছরে ২৬ চৈত্র অর্থাৎ রবিবার পালিত হচ্ছে রামনবমী। মনে করা হয় যে, আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। যে কারণে হিন্দুরা অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে দিনটি পালন করেন।

তবে, এই নির্দিষ্ট দিনে কিছু উপায় মেনে চললে জীবনে চলার পথে মেলে উপকার। বর্তমান প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. রামনবমীর দিন ন’টি মাটির প্রদীপ ঘরের ঈশান কোণে প্রজ্বলিত করুন এবং যতক্ষণ পর্যন্ত না প্রদীপগুলো নিজে থেকে নিভে যাচ্ছে ততক্ষণ সেগুলিকে জ্বলতে দিন। এর ফলে সম্পত্তির পরিমান বৃদ্ধি পায়।

২. এই বিশেষ দিন ন’টি অশ্বত্থ পাতায় কমলা সিঁদুর দিয়ে “শ্রী রাম” লিখে রামচন্দ্রের চরণে অর্পণ করে মনের যা কামনা রয়েছে তা মনে মনে বলুন। এতে মনস্কামনা পূরণ হবে।

৩. রামনবমীর দিন সামান্য দই নিয়ে তার মধ্যে কলাইয়ের ডাল এবং সিঁদুর মাখিয়ে বট বা অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলায় রেখে দিয়ে আসুন। তবে, লক্ষ্য রাখবেন এই কাজ কারুর নজরে যেন না আসে।

৪. এছাড়াও, এই দিন ন’টি কড়ি একত্রে একটা কালো সুতো দিয়ে বেঁধে সেটিকে কাপড়ে মুড়ে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন।

৫. এই বিশেষ দিনে যদি সম্ভব হয় তাহলে সাদা গরুর মাথায় কমলা সিঁদুর লাগিয়ে দিন।

৬. রামনবমীর দিন মন্দিরে রাম সীতার যুগল মুর্তিতে কমলা সিঁদুরের মাধ্যমে লাল ওড়না অর্পণ করুন।

৭. রামনবমীর দিনে সুযোগ হলে পাঁচ বছরের কম বয়সের মোট ন’টি বাচ্চা মেয়েকে বাড়িতে খাওয়ানোর পাশাপাশি তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিন।

৮. এছাড়াও, এই দিন পাঁচ বা সাতজন সধবা স্ত্রীকে কমলা সিঁদুর দান করুন, এতে আপনার উপকার হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X