বাংলা হান্ট ডেস্ক: ধর্মীয় শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে শালগ্রাম শিলাকে (Shaligrama Shila) ভগবান বিষ্ণুর বিগ্রহ রূপে বিবেচনা করা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে, যে ব্যক্তি বাড়িতে শালগ্রাম স্থাপন করেন তিনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পান। প্রতিদিন শালগ্রাম শিলার পুজো করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, বাড়িতে শালগ্রাম (Shaligrama Shila) স্থাপিত হলে বাড়িটি তীর্থের মতো হয়ে যায়। ওই বাড়িতে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধির কখনোই অভাব হয় না।
বাড়িতে শালগ্রাম শিলা (Shaligrama Shila) রাখলে মেনে চলুন এই নিয়মগুলি:
এমতাবস্থায়, আপনিও যদি আপনার বাড়িতে শালগ্রাম (Shaligrama Shila) রাখতে চান সেক্ষেত্রে সবার আগে এর সাথে সম্পর্কিত নিয়মগুলি জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
১. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শালগ্রাম (Shaligrama Shila) বাড়িতে স্থাপনের আগে সবসময় সেটি কিনে বাড়িতে স্থাপন করুন। অর্থাৎ, মনে রাখতে হবে যে, কারোর কাছ থেকে উপহার হিসেবে এটি কখনোই নেওয়া উচিত নয়।
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়িতে সবসময় একটি মাত্র শালগ্রাম থাকা উচিত। এমতাবস্থায়, আপনার বাড়িতে যদি একাধিক শালগ্রাম থাকে সেক্ষেত্রে ক্ষমা চেয়ে বাকিগুলিকে নদীতে অর্পণ করুন।
৩. জ্যোতিষ শাস্ত্র অনুসারে শালগ্রামের পুজো করার সময়ে ভাঙা চাল ব্যবহার করবেন না। তবে, আপনি যদি এটি দিতে চান সেক্ষেত্রে সর্বদা হলুদ রঙের অক্ষত (Akshat/ Broken Rice)/ ভাঙা চাল ব্যবহার করুন।
৪. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যে বাড়িতে শালগ্রাম (Shaligrama Shila) স্থাপিত হয় সেখানে মাংস, মদ, গুটখা প্রভৃতি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ নিষিদ্ধ বলে মনে করা হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ে।
আরও পড়ুন: করোনার ভ্যাকসিনের জেরে পার্শ্বপ্রতিক্রিয়া! ক্ষতিপূরণ চাইলেন ১৪ হাজারেরও বেশি মানুষ, শুরু হইচই
৫. জ্যোতিষ শাস্ত্র অনুসারে শালগ্রামকে তুলসী গাছের সঙ্গে রাখতে হবে। এতে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়।
৬. জ্যোতিষ শাস্ত্র অনুসারে শালগ্রামকে প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত। এটি শুভ বলে মনে করা হয়। যার ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে।
কিভাবে করবেন পুজো: জানিয়ে রাখি যে, শালগ্রামের (Shaligrama Shila) পুজোর আগে প্রথমে স্নান করে নিন। এবার শালগ্রামকে পঞ্চামৃত (দুধ, দই, মধু, গঙ্গাজল ও ঘি) দিয়ে স্নান করান। এরপরে চন্দন, ফুল ইত্যাদি নিবেদন করুন এবং ঘি-এর প্রদীপ জ্বালিয়ে ভোগ অর্পণ করুন। নৈবেদ্যে তুলসী পাতা রাখুন এবং ভগবান বিষ্ণুর আরতি করুন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এটি নিশ্চিত করে না।)