বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু দেবদেবীদের মধ্যে শনি (shani) দেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা সকলেই করে থাকেন। একবার যে ব্যক্তি শনির রোষানলে পড়েন, তাঁর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই সকলেই চান, নানা উপায়ে শনিদেবকে সন্তুষ্ট রাখতে।
সপ্তাহের শনিবারকে শনি দেবতার বার হিসাবে ধরা হয়। এদিন তাই সকলেই শনি দেবতাকে সন্তুষ্ট রাখা চেষ্টা করেন। জেনে নিন বিশেষ কয়েকটি উপায়।
ক্যালেন্ডার অনুযায়ী সপ্তাহের শেষ দিনে অর্থাৎ শনিবারে উপবাস করা মঙ্গলের। তবে যদি কেউ উপোস না থাকতে পারেন, তাহলে এদিন বেগুনপোড়া খেতে পারেন।
প্রতি শনিবার সকালে স্নান সেরে নিয়ে হনুমান চল্লিশা পাঠ করলে, পজেটিভ এনার্জির প্রবেশ ঘটে।
শনি দেবতার প্রিয় রঙ কালো। তাই এদিন কালো পোশাক পরিধান করুন।
প্রতি শনিবার করে শনিদেবের পুজো করলে, জীবনের সমস্ত বাঁধা কেটে যায়।
শনি দেবতার প্রিয় পশু কুকুর। তাই এদিন সকালে কোন কালো কুকুর দেখলে, তাঁকে প্রাণ ভরে খেতে দিন। তাহলে শনিদেবের আশির্বাদ ঝরে পড়বে আপনার উপর।
শনিবার যেকোন আর্থিক বিষয়ে লেনদেনের সিদ্ধান্ত নিলে, ভালো ফল পেতে পারেন।
শনিবার বাড়ি বদল করার পরিকল্পনা থেকে দূরে থাকুন।
শনিবার কোন শুভ কাজে যাওয়ার আগে এক চামচ খাঁটি ঘি খেয়ে যাত্রা শুরু করলে, শুভ ফল লাভ হয়।
পিপুল গাছের ডালে কালো সুতো বেঁধে নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান প্রতি শনিবার করে, সুফল পাবেন।
শনিবার করে এই সকল নিয়ম মেনে চললে, সুফল পাবেন হাতেনাতে।