বাংলাহান্ট ঘরেঃ অবসর সময়ে বাড়িতে বাগান (garden) পরিচর্যা করেন অনেকেই। বর্তমান সময়ে ফ্রেস অক্সিজেন হোক, কিংবা সৌখিনতা- বাড়ির বাগানে কিংবা ছাদের টবে সুন্দর সুন্দর রকমারী ফুল ফলের গাছ লাগাতে কম বেশি সকলেই ভালোবাসেন।
নিজের হাতে করে সেই বাগানে রোজ দুবেলা নিয়ম করে জল দেওয়া, বাগান পরিচর্যা করা, ফল ফুলের যত্ন নেওয়া- এসবের মধ্যে দিয়েই দিনের বেশিরভাগ সময় কেটে যায় অনেকেরই। তবে আপনি কি জানেন, আপনার কিছু ছোট ভুলের কারণে আপনার সাধের বাগান নষ্ট হয়ে যেতে পারে।
জেনে নিন সুন্দর বাগান তৈরি পদ্ধতি-
প্রথমে দেখে নেবেন আপনার পারপার্শ্বিক আবহাওয়ায় কোন ধরণের গাছ ভালো ভাবে বাঁচতে পারে। সেই বুঝে গাছ লাগান।
মাটি তৈরি করেই সঙ্গে সঙ্গে সেই মাটিতে গাছ লাগালে কিন্তু সেই গাছের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
জল যেমন গাছের জন্য অপরিহার্য, তেমনই বেশি জল আবার গাছের জন্য ক্ষতিকারক। তাই বুঝে শুনে গাছের গোড়ায় জল দেবেন।
গাছের শুকনো ডাল পাতা কেটে ফেলেই মঙ্গলের।
অনেকেই গাছের দ্রুত ফলনের জন্য কীটনাশক ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কীটনাশক দেওয়ার আগে ভালো করে পদ্ধতি জেনে নেবেন। তবে ভুল করেও হাওয়ার সময় কীটনাশক দেওয়া উচিৎ নয়। এতে গাছের উপকারের বদলে ক্ষতি হয়। আবার বেশি কীটনাশক ব্যবহারেও গাছের ক্ষতি হয়।
ছোট জায়গায় গাছ না লাগানোই ভালো। বড় জায়গায় গাছ লাগান,। তাহলে গাছ নিজেকে মেলে ধরার সুযোগ পাবে।