বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে গরমের তীব্র প্রভাব পরিলক্ষিত হয়েছে। রোদের দাপটে দুপুরবেলায় বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সকলে। প্রায় প্রতিদিনই তাপমাত্রার হার ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়, গরমের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়িতে কুলার (Cooler) ব্যবহার করছেন। শুধু তাই নয়, কেউ কেউ আবার নতুন কুলার কিনেছেনও। কিন্তু, আপনি কি জানেন এই কুলারই কখনও কখনও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে? এমনকি, এগুলি বড় বিপদও ঘটিয়ে দিতে পারে।
মূলত, কুলার ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সম্প্রতি, ছত্তিশগড়ের বালোদে কুলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুলার চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে। এমতাবস্থায়, কুলার ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
সঠিক ওয়্যারিং: কুলার ব্যবহারের ক্ষেত্রে সঠিক ওয়্যারিং থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, অবশ্যই সেটি একজন পেশাদার ইলেক্ট্রিশিয়ান দ্বারা পরীক্ষা করানো উচিত।
সঠিক জায়গায় রাখুন: মাথায় রাখতে হবে যে, কুলার ব্যবহারের ক্ষেত্রে সেটিকে সঠিক জায়গায় রাখতে হবে। পাশাপাশি, সেখানে যাতে কোনো বিদ্যুতের ইন্ধন না থাকে সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। এছাড়াও, যন্ত্রটিকে আর্দ্রতা এবং জল থেকে দূরে রাখতে হবে।
গ্রাউন্ডিং পরীক্ষা করুন: কুলারের গ্রাউন্ডিংও পরীক্ষা করে দেখতে হবে। এই গ্রাউন্ডিংয়ের ফলে কুলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।
এড়িয়ে যেতে হবে জল: কুলার ব্যবহার করার সময় অবশ্যই এটি খেয়াল রাখবেন যে, ওই যন্ত্রটি ভেজা হাতে চালাবেন না বা বন্ধ করবেন না। এই দিক থেকে সবসময় সতর্ক থাকতে হবে।
আপনি যদি নিশ্চিত না হন সেক্ষেত্রে অভিজ্ঞদের সাহায্য নিন: কুলার সম্পর্কিত যেকোনো প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে, কোনো ইলেকট্রিশিয়ান বা অভিজ্ঞদের কাছ থেকে সহায়তা নিন। কুলার নিজে মেরামত করার চেষ্টা করবেন না। কারণ অপর্যাপ্ত দক্ষতার ফলে বড়সড় বিপদ ঘটতে পারে।
বিদ্যুৎস্পৃষ্ট হলে কি করবেন: যদি কোনো ব্যক্তি এইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তাহলে তাঁকে সরাসরি স্পর্শ করবেন না। পরিবর্তে, কাঠ বা রাবার ব্যবহার করে তাঁকে কারেন্ট থেকে দূরে সরিয়ে দিন। কারেন্ট দ্বারা সৃষ্ট ক্ষত অত্যন্ত গুরুতর এবং এটি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে। তাই, সঠিক চিকিৎসার জন্য অবিলম্বে চিকিৎসকের কাছে অথবা হাসপাতালে ওই ব্যক্তিকে নিয়ে যান।