ভগবান শিবের আশির্বাদ পেতে পরপর ৫ টি সোমবার মেনে চলুন এই নিয়ম, মিলবে দেবের আশির্বাদ

বাংলাহান্ট ডেস্কঃ বার হিসাবে দেখতে গেলে, সোমবারকে মহাদেব শিবের (shiva) বার হিসাবে ধরা হয়। এইদিন অনেক মহিলারাই উপোস থেকে বাবার মাথায় জল ঢেলে ভগবানের কাছে নিজের মনস্কামনা জানায়। তবে বলা হয় পর পর ৫ টি সোমবার শিবের পুজো করলে আর্থিক সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। জেনে নিন সেই বিশেষ উপায়-

bvbvbnkjs

সোমবার ব্রত পালনের আগের দিন রবিবার একবেলা নিরামিষ সেদ্ধ আহার গ্রহণ করুন। ফোড়ন দেওয়া নিরামিষ খাবারও খাওয়া যাবে না। খাওয়ার সময় সন্ধব লবণ ব্যবহার করতে হবে।

C5bsiBkWUAA17 q

সোমবার উপোষ থেকে স্নান সেরে তবেই শিবলিঙ্গে জল ঢালবেন।

bigstock 179513236 1553773275501

মহাদেবের পুজোর সময় চাল অর্পন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

hbdbsdhb

তিল অর্পন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন।

30 07 2018 sawansomvar30jul18p 18258130

সোমবার দিন চার প্রহর নিয়ম মেনে ঘি, গঙ্গাজল, মধু, দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করান।

bbkbk

পুজোর ক্ষেত্রে ধুতরো ফুল, নীলকণ্ঠ ফুল এবং অবশ্যই নিখুঁত বেলপাতা দেবেন মহাদেবের চরণে।

water1

সারাদিন সমস্ত নিয়ম পালন করে ব্রত শেষে ৬-৮ গ্লাস জল পান করলে শরীর সুস্থ থাকবে।

এইভাবে মহাদেবকে স্মরণ করলে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।


Smita Hari

সম্পর্কিত খবর