আয় অপেক্ষা ব্যয় বেশি হচ্ছে? লক্ষীদেবীকে সন্তুষ্ট রাখতে মেনে চলুন এই নিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আমরা জানি লক্ষ্মী (lakshmi) বড়ই চঞ্চলা। অনেকেরই এমন হয়, যে দুহাত ভরে আয় করছেন, কিন্তু সঞ্চয়ের সময় সিকিভাগও সঞ্চিত হচ্ছে না। সবটাই জলের মত বেরিয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও অর্থ সঞ্চয় কোনভাবেই করতে পারছেন না। সংসারে সর্বদা অভাব অনটন লেগেই রয়েছে। কিছুতেই এর থেকে মুক্তি পাচ্ছেন না। সেইসকল ব্যক্তিরা মেনে চলুন কিছু বিশেষ নিয়ম, তাহলে লক্ষ্মীদেবী (lakshmi) সর্বদা আপনার ঘরে বিরাজমান হবেন।

  • ঠাকুরকে পুজো দেওয়া শুকনো ফুল কখনই ঠাকুরের আসনে রাখবেন না। নদী বা জলাশয়ে ফেলে দিয়ে পরিস্কার এবং টাকটা ফুলে আসন সাজাবেন।
  • রুটি বানিয়ে প্রথম রুটিটা গরু অথবা কুকুরকে খাওয়ান।
  • প্রতিদিন ভালো করে ঘর পরিস্কার রাখুন।
  • ভুল করেও কখনও বাড়িতে দুধ বা দুধ জাতীয় জিনিস খোলা অবস্থায় রাখবেন না। ফ্রিজে রাখার ক্ষেত্রেও ঢাকা দিয়ে রাখতে হবে।

  • পাইপালের পাতা এমন জায়গায় রাখবেন, যেখানে সর্বদা আপনার চোখ পড়ে। তবে মাঝে মধ্যে জায়গা পরিবর্তনও করতে পারেন।
  • যাকে জীবনের আদর্শ বলে মনে করেন, তাঁর ছবি মানিব্যাগে রাখুন।
  • ঘরে ঢোকার পূর্বেই জুতো মোজা খুলে রাখুন। জুতো পড়ে কখনই ঠাকুর ঘরের পাশেও যাবেন না।
  • কাঁটা যুক্ত গাছ বাড়িতে দারিদ্রতা বাড়িয়ে তোলে। তাই এই ধরণের গাছ লাগানো উচিত নয়।

  • ভুলেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। তবে তুলসী গাছ রোজ পুজো করলে ভালো হয়।
  • টাকা কখনই টেবিলের উপর রাখবেন না।
  • বাড়ির পূর্বদিকে পারলে বটগাছ লাগান।

সম্পর্কিত খবর

X