লক্ষ্মীবারে পুজোর সময় মেনে চলুন এই বিশেষ রীতি, সংসারে বাস করবেন স্বয়ং মা লক্ষ্মী

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে, মা লক্ষ্মীকে (lakshmi) সন্তুষ্ট রাখলে, সংসারে থাকে না কোন অভাব অনটন। সংসার ভরে ওঠে শ্রীবৃদ্ধিতে। প্রতি বৃহস্পতিবারই গৃহস্থ বাড়ির মহিলারা লক্ষ্মী পুজো করে থাকেন। স্নান সেরে, শুদ্ধ বস্ত্রে মায়ের আরাধনা করেন।

তবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সময় বিশেষ কয়েকটি বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই বিশেষ নিয়ম গুলো মেনে চললে, মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান হবেন।

The News Bangla Goddess Laxmi 3

বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করে, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের পুজোয় বসবেন।

jal1 1

দক্ষিণাবর্ত শঙ্খকে লাল, সাদা বা হলুদ রংয়ের একটি পরিষ্কার কাপড় অথবা মাটির পাত্রে অথবা একটি রুপোর পাত্রে রাখুন। পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ।

স্নান সেরে শুদ্ধ চিত্তে প্রতিদিন লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করুন।

wp 1479090324106

বাড়িতে তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালান।

4 1024x576 1

বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পুজোর তিথিতে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকলে ভালো হয়।

ভক্তিভরে টানা ১২ দিন ধরে লক্ষ্মী দ্বাদশ স্তোত্র ১২ বার উচ্চারণ করুন। ঋণ মুক্তি ঘটবে চিরতরে।

Bansuri bamboo flute 23inch 1

একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখুন।

1606248932 5fbd69e447116 lamp

প্রতি শুক্রবার করে পদ্মমূল থেকে তৈরি নয়টি সলতে দিয়ে প্রদীপ জ্বালান।


Smita Hari

সম্পর্কিত খবর