বাংলাহান্ট ডেস্কঃ কদিন আগেই বাপের বাড়ি ঘুরে উমা ফিরেছেন কৈলাশে। এবার মা লক্ষ্মীর (Lakshmi) আবারও মর্তে আসার পালা। মায়ের পরই মেয়ের আগমন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো (kojagari lakshmi puja)। ঘরে ঘরে আয়োজিত হয় এই পুজো।
মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে তাই শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বেশ কয়েকটি বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল রাখুন। নাহলে রুষ্ট হতে পারে মা আপনার উপরও।
কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি- এবছর কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি শুরু হচ্ছে ১৯ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যে ৭ টা বেজে ৩ মিনিটে এবং থাকছে ২০ শে অক্টোবর রাত ৮ টা বেজে ২৬ মিনিটে। এই গোটা সময় ধরেই থাকছে পূর্ণিমা। এই সময়ের মধ্যেই ভক্তি সহকারে মা লক্ষ্মীর আরাধনা করলে, সারা বছর সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
মায়ের পুজো শেষে অবশ্যই ভক্তি সহকারে পাঁচালি পড়বেন। মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন। বিশেষত পাঁচালিতে সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা পড়ে বিবাহিত মহিলাদের মা লক্ষ্মীর পুজো করার কথা লেখা থাকে। তবে মা লক্ষ্মীর পুজো শুধুমাত্র বিবাহিত মহিলারাই নন, সকলেই করতে পারেন।
স্থানে সুন্দর করে আলপনা এঁকে দিলে মা আনন্দিত হন। সেইসঙ্গে মা লক্ষ্মীর পা আঁকতে কখনই ভুলবেন না কিন্তু।
মা লক্ষ্মীর পুজোয় জলপূর্ণ ঘট এবং আমপল্লব রাখা উচিত। মায়ের আশির্বাদ আপনার পরিবারের উপর বর্তাবে।
মা লক্ষ্মীর সবসময় শান্ত মনে আরাধনা করতে হয়ে। লক্ষ্মী পুজোর দিন বেশি আওয়াজ একেবারেই করা ঠিক নয়। মা লক্ষ্মী বেশি আওয়াজ পছন্দ করেন না। ঘণ্টা বাজালেও, কাসর একদমই বাজানো উচিত নয়।
একটা বিষয় খেয়াল রাখবেন লক্ষ্মী পুজোর দিন কখনই বেশি আওয়াজ করা ঠিক নয়। বেশি আওয়াজ মা লক্ষ্মী পছন্দ করেন না। মা লক্ষ্মী সর্বদা ঠাণ্ডা, শান্ত পরিবেশ পছন্দ করেন। তাই বাড়িতে বেশি আওয়াজ হলে মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে পালিয়েও যেতে পারেন।