জীবন থেকে শনি রাহুর প্রভাব দূর করতে মেনে চলুন এই বিশেষ নিয়ম, ফল পাবেন হাতেনাতে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মানুষের জীবনে শনির (shanidev) কুপ্রভাব, ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। তাই সকলেই চান, যেকোন মূল্যে শনিদেবকে সন্তুষ্ট রাখতে। তবে সেইসঙ্গে রাহুকে (Rahu) সন্তুষ্ট রাখারও বেশ প্রয়োজন রয়েছে। কোন ব্যক্তির জীবনে যদি শনিদেব এবং রাহুর সুদৃষ্টি থাকে, তাহলে কোন বিপদ সেই ব্যক্তির আশেপাশে ঘেঁষতে পারে না। তাই সর্বদা চেষ্টা করা হয় কিভাবে শনিদেব এবং রাহুকে সন্তুষ্ট রাখা যায়। জেনে নিন কয়েকটি সহজ উপায়-

পুজোর ঘর এবং পুজোর স্থান সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে বাড়িতে এবং জীবনে পজেটিভ শক্তির প্রবেশ ঘটে। কোন নেগেটিভ শক্তি জায়গা পাবে না।

ঘুম থেকে উঠে বাসি বিছানা ফেলে না রেখে, বিছানা গুছিয়ে নিয়ে তারপর কাজ শুরু করুন।

কখনই বাইরে থেকে এসে জুতো ছড়িয়ে রাখবেন না।

বাইরের কাজ থেকে ফিরে হাত পা ধুয়ে পরিস্কার পরিচ্ছন্নভাবে ঘরে এবং বিছানায় উঠবেন।

Follow all these special rules not to get angry shani dev

জুতো পড়ে কখনই খটখট শব্দ করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।

বাড়িতে গাছ থাকলে জল দিতে কোনওসময় ভুলবেন না, সবরময় জল দিতে সতেজ রাখবেন।

বাড়িতে অতিথি এলে সর্বপ্রথম জল খেতে দেবেন, অন্যকিছু নয়।

কখনই খাওয়া দাওয়া সেরে টেবিলে এঁটো বাসন ফেলে রাখবেন না।

স্নান সেরে কখনই রাথরুমে জামা কাপড় ছড়িয়ে রেখে আসবেন না, সঙ্গে করে নিয়েই আসবেন।

এইসকল নিয়ম মেনে চললে জীবনে রাহুর কুপ্রভাব এবং শনিদেবের কুদৃষ্টি  থেকে রক্ষা পাবেন। জীবনে ফিরবে সুখের দিন।সংসারে সর্বদা বজায় থাকবে হাসি আর আনন্দ।

সম্পর্কিত খবর

X