সংসারে সর্বদা অশান্তির বাস? শান্তির দেবীকে ঘরমুখী করে তুলতে মেনে চলুন এই বিশেষ নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ণ। তবে বাইরে যতই সমস্যা হোক না কেন, বাড়িতে (home) আমরা সকলেই সুখে শান্তিতে থাকতে চাই। জ্যোতিষ মতে, আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারণে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারণ করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারণে অনেক সময় আমরা তা ধারণ করতে পারি না।

813 Capitol Court 2.0

তবে আজকে জেনে নিন কিভাবে বড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনবেন বাড়িতে।

  • কোনও দুঃখের ছবি অথবা হিংসা, খুনোখুনি বা কোনও পশু আরেক প্রাণীকে খাচ্ছে, এমন ছবি বাড়িতে রাখলে অজান্তেই খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে।

kbccbsjk

  • বাড়িতে নটরাজের মূর্তি রাখা একেবারেই উচিত নয়। কারণ নটরাজ শিবের তাণ্ডব রূপ।
  • বাড়িতে মাকড়সার জাল তৈরি হতে দেবেন না, অর্থনৈতিক ঝামেলায় পড়তে হতে পারে। একই সাথে ধুলো জমতে দেবেননা আসবাবেও।
  • বড়িতে রাখবেন না নষ্ট হয়ে যাওয়া ইলেক্ট্রনিক্স এর জিনিসও। রাখবেন না ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানিব্যাগও।

ক্যাকটাস 850x509 1

  • ঘর সাজাতে ব্যবহার করবেন না কাঁটা যুক্ত গাছও। এই কাজ মানসিক শান্তির ক্ষেত্রে প্রধান অন্তরায়।
  • বাড়ির প্রধান দরজার সরাসরি রাখবেন না কোনো আয়না, এত আপনার বাড়িতে আসা পজিটিভ এনার্জি প্রতিফলিত হয়ে বাইরে চলে যাবে। ঘরে নেগেটিভ এনার্জির পরিমান বাড়বে।
  • রান্নাঘর বা ঠাকুর ঘর কখনোই বাড়ির সিঁড়ি নীচে রাখবেন না। বাড়ি তৈরি করার সময়ই দেখে নেবেন।

এইসকল নিয়ম মেনে চললে, আপনার বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে।


Smita Hari

সম্পর্কিত খবর