শীতে গিজারের জলে স্নান করছেন? অবশ্যই খেয়াল রাখুন ৫টি বিষয়ে, এড়ানো যায় বড় সংকট!

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় পারদ পতন শুরু হয় গিয়েছে। বিশেষ করে রাতে এবং সকালের দিকে টের পাওয়া যাচ্ছে শীতের কামড়ের। ইতিমধ্যেই বিশেষ কিছু জায়গায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে পৌঁছে গিয়েছে। ফলে ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে গরম জল ফোটানো। তবে অনেকে গ্যাসে গরম জল না ফুটিয়ে বিকল্প হিসেবে বেছে নেন গিজার (Geyser)। জল গরম করার জন্য এই ইলেকট্রিক যন্ত্র বেশ কাজে লাগে।

গিজারের (Geyser) জলে স্নান করলে জেনে রাখুন ৫টি বিষয়

বাড়িতে গিজার থাকার ফলে জল গরমের চিন্তা করতে হয় না। এমনকি স্বল্প সময় জল গরম করা যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অনেকেই গিজার (Geyser) সঠিকভাবে ব্যবহার করতে জানেন না। বিশেষজ্ঞরা বলছেন গিজার (Geyser) ব্যবহারের সময় বিশেষ যত্ন নিতে হয়। নইলে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু গিজার (Geyser) একটি ইলেকট্রিক যন্ত্র, ফলে এখানেই ঘটে সমস্যা। তাই শীতের মরসুমে গিজার (Geyser) ব্যবহার করতে গেলে এই পাঁচটি ভুল কখনোই করবেন না।

কি সেই ৫টি ভুল দেখুন:

১) গিজার বন্ধ: অনেকের বাড়িতেই কাট অফ গিজার (Geyser) রয়েছে। এরফলে জল গরম হয়ে গিয়ে নিজে থেকেই গিজার বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের এই বৈশিষ্ট্যের গিজার নেই তাদের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হয়। গিজার চালানোর পর অনেকেই গিজার বন্ধ করতে ভুলে যান। জল গরমের পর অনেকক্ষণ গিজার চললে ব্লাস্ট করে যেতেও পারে। তাই ভুলেও দীর্ঘ সময় ধরে গিজার চালিয়ে রাখবেন না।

২) এক্সজস্ট ফ্যান: অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না, বাথরুমের ভিতর গিজার রাখলে এক্সজস্ট ফ্যান রাখা উচিত। তবে অধিকাংশ মানুষই এই ভুলটি করে থাকেন, বাথরুমে এক্সজস্ট ফ্যান লাগান না। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বায়ু চলাচল না করলে গিজার থেকে নির্গত ধোয়া কার্বন মনোক্সাইড তৈরি করে। এই গ্যাস আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই এই ভুল করা থেকে সতর্ক থাকুন।

আরও পড়ুন: দুঃসংবাদ! হাওড়ায় ৯০ বছরের পুরনো ‘বাঙালবাবুর ব্রিজ’র দিন শেষ! কেন ভেঙে ফেলা হচ্ছে জানেন?

৩) সস্তার গিজার: অনেকেই টাকা সাশ্রয় করতে সস্তার গিজার কিনে থাকেন, তবে এমন ভুল করার চিন্তা ভাবনা মাথায় আনবেন না। সর্বদা ইলেকট্রনিক আইটেম কেনার সময় আইএসআই মার্ক চেক করুন, এবং সার্টিফাইড কোম্পানির গিজার কিনুন। আর সস্তার গিজার কিনলে দুর্ঘটনার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এমনকি আগুন লেগে যাওয়ার মত বিপদ ঘটতে পারে।

৪) গিজার রাখার স্থান: ভুলেও গিজার কখনো নীচের দিকে লাগাবেন না। নীচের দিকে গিজার রাখলে জল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে গিজার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সর্বদা চেষ্টা করুন, উপরের দিকে গিজার লাগানোর।

Gyser

৫) ইলেকট্রিশিয়ান দিয়ে গিজার ফিট: কখনো একা একা গিজার ফিট করতে যাবেন না। এতে করে সঠিকভাবে তার সমন্বয় হয় না। অনেক সময় শক সার্কিটের মত ঘটনাও ঘটে যায়। তাই সর্বদা ইলেকট্রিশিয়ান দিয়ে ইলেকট্রিক যন্ত্র ফিট করুন। এতে করে আপনারই ভালো।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর