বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমরা চলতি বছরের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। এমতাবস্থায়, আর মাত্র কয়েকদিন পরেই আমরা পা দেবো নতুন বছরে (New Year 2023)। এই আবহে প্রত্যেকেই চান যে আগামী বছর যেন সকলেরই খুব ভালো কাটে। শাস্ত্রে বলা আছে দিনের সকালটা ভালোভাবে শুরু হলে সারাদিন ভালো কাটে। একইভাবে, বছরের প্রথম দিনটি যদি ভালো ভাবে যায়, সেক্ষেত্রে মনে করা হয় পুরো বছরটিও খুব সুন্দর হবে।
এদিকে, জ্যোতিষশাস্ত্রে বাড়িতে সুখ-শান্তি বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনে করা টোটকাগুলির মধ্যে অন্যতম একটি হল হলুদ সর্ষের টোটকা। মূলত, এই সর্ষে রান্নাঘরে খাবারের স্বাদ বাড়ানোর কাজে ব্যবহৃত হওয়ার পাশাপাশি এটি জীবনকেও সুন্দর করে দিতে পারে।
নতুন বছরে মেনে চলুন এই টোটকাগুলি, খুশি হবেন মা লক্ষ্মী: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৩ সালের প্রথম দিনে, মা লক্ষ্মীকে খুশি করতে কিছু হলুদ সর্ষে এবং কর্পূর নিয়ে সেগুলিকে একটি রূপোলি বা স্টিলের পাত্রে রেখে পুড়িয়ে ফেলুন। এছাড়াও, নতুন বছরের প্রথম দিনে ইষ্ট দেবের পূজা করুন ও গোবরের ওপর হলুদ সর্ষের দানা জ্বালিয়ে তার ধোঁয়া সারা বাড়িতে দিন। এতে বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয়।
আর্থিক সঙ্কট কাটিয়ে উঠুন: আপনি যদি আর্থিক সঙ্কটের কারণে সমস্যায় পড়ে থাকেন, সেক্ষেত্রে নতুন বছরের প্রথম সপ্তাহের বৃহস্পতিবারে হলুদ কাপড়ে হলুদ সর্ষে বেঁধে সেটি ঝুলিয়ে রাখুন। এর ফলে আপনি অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা ও ঋণ থেকেও মুক্তি পাবেন।
সব ক্ষেত্রেই অগ্রগতি হবে: আপনি যদি চাকরিতে অগ্রগতি বা ব্যবসায় সাফল্য চান, সেক্ষেত্রে নতুন বছরের প্রথম দিনে আপনার মাথায় ৭ বার কিছু হলুদ সর্ষের দানা দিন। এরপর ওই দানাগুলো বের করে নিন। এর ফলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি, আপনি প্রতিটি কাজে এবং ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন।
(বিশেষ দ্রষ্টব্য: এখানে দেওয়া তথ্যগুলি সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এমতাবস্থায়, বাংলাহান্ট এগুলি নিশ্চিত করে না।)