বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে বিবাহ সংক্রান্ত এমন কিছু ঘটনা প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে যেগুলি রীতিমতো অবাক করে দেয় সবাইকেই। এমনকি, ওই ঘটনাগুলির প্রসঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই রেশ বজায় রেখেই এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া থেকে এক অনন্য বিয়ের ঘটনা সামনে এল। যেখানে সম্প্রতি এক যুবতী ভগবান শিবকে বিয়ে করেন।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্রহ্মাকুমারী আশ্রমে নিকিতা চৌরাসিয়া নামের ওই যুবতীর বিবাহ সম্পন্ন হয়। উল্লেখ্য যে, নিকিতা MBA পাশ করেছেন। এমন পরিস্থিতিতে, তিনি মহাদেবকেই নিজের স্বামী হিসেবে মেনে নেন। ব্রহ্মাকুমারী আশ্রমে বিয়ের সমস্ত রীতিনীতি সম্পন্ন হয়।
মূলত, ওই আশ্রমেই গায়ে হলুদের পাশাপাশি বিবাহের অন্যান্য প্রক্রিয়া সহ মঙ্গল গান গাওয়া হয়। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষে, নিকিতা ওই ম্যারেজ গার্ডেনে ভগবান শিবকে মালা পরিয়ে দেন। এই প্রসঙ্গে নিকিতা জানিয়েছেন, “পৃথিবীর প্রতিটি মানুষই দুঃখী। তাই আমি আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছি এবং ভগবান শিবকে স্বামী মনে করে তাঁর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি।”
পাশাপাশি, নিকিতা আরও বলেন, “যখন আমি ভগবান শিবকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার পরিবার এবং বন্ধু-বান্ধবও আমার এই সিদ্ধান্তকে সমর্থন করেছিল।” এমতাবস্থায়, নিকিতার আত্মীয়রা জানিয়েছেন ভগবান শিবকে নিকিতা বিয়ে করায় সমাজের মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু যাঁরা ভালো কাজ করেন তাঁরা সবসময়ই বিরোধিতা পেয়ে থাকেন।
এদিকে, নিকিতার বিয়ের প্রসঙ্গে ব্রহ্মাকুমারী আশ্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, “এই বিবাহের মাধ্যমে ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার একটা উপায় আছে। এতে আমরা খুবই খুশি।” পাশাপাশি, তাঁরা আরও জানান, সাংসারিক জীবন ত্যাগ করা খুবই কঠিন কাজ। আর সমাজের তোয়াক্কা না করে মীরাবাইয়ের মতো ঈশ্বরকে স্বামী হিসেবে মেনে নেওয়া আরও কঠিন। কিন্তু MBA পাশের পরেও আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন নিকিতা।