হাওড়া-পুরীর একাধিক ট্রেন বাতিল করল রেল, তালিকায় বর্ধমানের একগুচ্ছ লোকালও! বিপাকে যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : গত কিছুদিন আগেই হাওড়া থেকে ট্রেন বাতিল করা হয়েছে। এই তালিকায় যেমন লোকাল ট্রেনগুলি (Local Train) আছে তেমনিই রয়েছে পুরীগামী ট্রেনগুলিও (Howrah-Puri Train)। তবে ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্পেশাল ট্রেনগুলি আরও কয়েকদিন বেশি চলবে। চলুন দেখেনি।

খড়গপুরের কাজের জন্য সামনের ১৭ই ডিসেম্বর বাতিল থাকবে ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস এবং তার সাথেই ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এছাড়াও বালাসোর-ভদ্রক মেমু স্পেশাল এবং ০৮০৩২ ভদ্রক-বালাসোর মেমু স্পেশাল বাতিল থাকবে ১৩ ডিসেম্বর, ১৬ডিসেম্বর এবং ১৭ডিসেম্বর।

হাওড়া-বর্ধমান কর্ড লাইনে শক্তিগড় ও বর্ধমানের মধ্যে ওভারহেড তারের রক্ষনাবেক্ষনের কাজ করা হবে বলে জানাগিয়েছে। যার কারণে ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮৬০ লোকাল ট্রেন। হাওড়া থেকে ৩৬৮১১ লোকাল ট্রেন বাতিল থাকবে ১৩ ডিসেম্বর, ১৫ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর পর্যন্ত।

এরইমধ্যে অনেকগুলি স্পেশাল ট্রেনের সময়সিমাও বাড়ানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানাগেছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল অব্দি চলবে ০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল। এছাড়া ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।

930721 railways

অন্যদিকে, ভুবনেশ্বর-ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন আরও কয়দিন বেশি চলবে। আগামী ২৯ এপ্রিল তারিখ পর্যন্ত চলবে ০২৮৩২ ভুবনেশ্বর-ধানবাদ স্পেশাল ট্রেন। আর ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন। যা দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে থেকে দুটি স্পেশাল ট্রেন আরও বেশিদিন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ০২০২৩ হাওড়া-পাটনা সাপ্তাহিক স্পেশাল। আর ০২০২৪ পাটনা-হাওড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন। প্রতি রবিবার হাওড়া এবং পাটনা থেকে এই ট্রেনটি ছাড়বে।

সম্পর্কিত খবর