বাংলা হান্ট ডেস্ক : ফের ময়দা বিলি নিয়ে অশান্তি। এবার পদপিষ্ঠ হয়ে চলে গেল প্রাণই। রমজানের মাসের প্রথম দিনে পাকিস্তানে (Pakistan) বিনামূল্যে ময়দা বিলি হচ্ছিল। মারাত্মক ভিড়ে হুড়োহুড়ি লেগে যায় সেই গম সংগ্রহ করতে। আর তার মধ্যেই গম বিতরণ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। আহত আরও ৮ জন। ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায়।
পাকিস্তানের পুলিস সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে মানুষের মধ্যে বিনামূল্যে ময়দা বিলি করা হয় চরসদ্দায়। অনুষ্ঠান চলাকালীন এক সঙ্গে অনেক লোক ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু করেন। তখনই ঘটে দুর্ঘটনা। উত্তর-পশ্চিম খাইবার পাখতুখোয়া প্রদেশের চরসদ্দা প্রদেশের পুলিস প্রধান জানা, ‘পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২ জনের মৃত্যু হয়।’ নিকটবর্তী অন্য একটি জেলাতেও গম বিলি চলাকালীন পাঁচিল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আর ৪ জন।
Two people including a man and woman died while 8 people have been injured during a free flour distribution point in Bannu District, Khyber Pakhtunkhwa.
Grinding poverty is bringing women in Bannu, one of the most conservative areas, out on the roads. pic.twitter.com/4SlDiGrqe6— Iftikhar Firdous (@IftikharFirdous) March 23, 2023
সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার ‘ক্ষত’ এখনও শুকোয়নি। খাদ্যসঙ্কটে জেরবার পাকিস্তান। ময়দা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোরতর হয়ে উঠছে। পাশাপাশি রয়েছে প্রবল অর্থ সঙ্কট। আর্থিক ভাবে পুরোপুরি বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার এই দেশকে চাঙ্গা করতে আইএমএফের ৭০০ কোটি ডলারের ঋণের প্যাকেজের ভরসাতেই রয়েছে শাহবাজ় শরিফের জোট সরকার।
কয়েক মাস আগেই একই ঘটনা ঘটে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা ৪৫ বছরের ওই ব্যক্তি। বাড়িতে রয়েছে ছয় সন্তান। পরিবারের সদস্যদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য ময়দার সন্ধানে বেরিয়েছিলেন তিনি। সিন্ধ প্রদেশের মিরপুর খাসে সরকারি দোকানে ভর্তুকিযুক্ত ময়দা দেওয়া হচ্ছিল। সেখানেই দোকানের সামনে বিরাট লাইন। ময়দা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনিও। তবে সেখানে সীমিত পরিমাণ ময়দা রয়েছে শুনেই হুড়োহুড়ি শুরু করেন সবাই। তাতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর পদপিষ্ট হয়ে মারা যান ওই ব্যক্তি।
এর আগে, ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু-কাশ্মীর গিলগিট বালিস্থান অ্যান্ড লাদাখের চেয়ারম্যান প্রফেসর সাজ্জাদ রাজা সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, আটার বস্তা বোঝাই একটি লরির পিছনে প্রাণপণে ছুটছে ক্ষুধার্ত মানুষ। কেউ মোটরবাইকে চড়ে ছুটছেন, তো কেউ খালি পায়েই দৌড়াচ্ছেন। দু একজন লরিটির একদম কাছে পৌঁছে গেছেন। টাকার বিনিময়ে এক বস্তা আটা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখা যায় তাঁদের।