অনুব্রত গড়ে ভয়ঙ্কর কাণ্ড! শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে খেতেই যা হল… পাঁচ গ্রামে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত গড়ে শোরগোল! শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে-মিষ্টি খেতেই বিপত্তি। অসুস্থ একের পর এক গ্রাম। সূত্রের খবর, শ্রাদ্ধবাড়িতে খাবার খেয়েছিলেন গ্রামের মানুষজন (Food Poisoning)। তারপরই শুরু বমি, পেট খারাপ। শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খেয়েই পেটের সমস্যায় ভুগছেন বীরভূমের (Birbhum) পাঁচ গ্রামের মানুষ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

শনিবার সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় ছিল ওই শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠান। সেখানে দেওয়া খাবার খেতেই ভয়ঙ্কর কাণ্ড। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পেটের সমস্যাজনিত কারণে মোট ১১৮ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ৫১ জন শিশুও রয়েছে। বর্তমানে তারা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! সোমবারই কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের? DA নিয়ে বিরাট আপডেট

ঘটনার পর রবিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ চিকিৎসকদের টিম নিয়ে গ্রাম পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি। তিনি জানান, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে যাতে আর কেউ অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য মেডিক্যাল টিম রয়েছে।

bode

আরও পড়ুন: অর্জুন BJP-তে যোগ দিতেই কর্মীদের দল ছাড়ার হুড়োহুড়ি! পার্থর হাত ধরে সকলে গেলেন তৃণমূলে

হঠাৎ করে এত মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের লোকেরা। রবিবার অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক রোগীদের সঙ্গে দেখা করেন। ঠিক কী কারণে এমনটা হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর