UPA জামানার খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম হবে প্রধানমন্ত্রীর নামে! বড় সিদ্ধান্ত BJP সরকারের

বাংলা হান্ট ডেস্ক : এবার নাম বদল হবে প্রকল্পের। ইউপিএ সরকারের (UPA Government) আমলে ঘোষিত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম পরিবর্তন করল কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। এই প্রকল্পের নাম হতে চলেছ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’। এই প্রকল্পের আওতায় দেশের ৮১ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে খবর।

গত বছরের শেষ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কোভিড পরিস্থিতির পর শুরু করা বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়ার প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, আগামী এক বছর জাতীয় খাদ্য সুরক্ষা আইন (National Food Security Act) অনুসারে পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে। ইউপিএ (UPA) আমলে চালু হওয়া আইনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনাকে।

narendra modi 1

তার ১৯ দিনের মাথায় আবারও নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হল। মনমোহন সিং (Manmohan Singh) সরকারের চালু করা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের নাম বদলে কোভিডের (COVID-19) সময় যে প্রকল্প চালু হয়, তার নাম দেওয়া হল ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’। কেন্দ্র সরকারি সূত্রে খবর এত দিন যে চালের জন্য প্রতি কেজি ৩ টাকা, গমে প্রতি কেজি ২ টাকা নেওয়া হত সেই খাদ্যশস্য এই প্রকল্পের আওতায় এবার দেওয়া হবে বিনামূল্যে।

গণবন্টন ব্যবস্থায় এদিনের নতুন সিদ্ধান্তের পর আড়ালে আবডালে সেই তত্ত্বই খাড়া করছে বিজেপি-বিরোধী দলগুলি। সূত্রের খবর, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক চাইছিল এই প্রকল্পের নাম হোক প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদিই নাকি চাইছিলেন প্রকল্পের নাম হোক করোনার সময় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নাম অনুসারে। প্রধানমন্ত্রী চাইছেন, ২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত আম জনতার মনে থাকুক যে করোনা কালে এই সরকার বিনামূল্যে রেশন দিয়েছিল। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর