এই মুহূর্তে করোনা ভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইতালিতে। ইউরোপের এই দেশ করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে মৃত্যু মিছিলে পরিণত হয়েছে। তবে এই সবের মধ্যেও ইতালির ফুটবল ফেডারেশন সেই দেশে ফুটবল চালু করতে উদ্যোগী হয়েছেন।
ইতালি ফুটবল ফেডারেশন তরফে জানানো হয়েছে মে মাসের শেষের দিকে সেই দেশে ফুটবল লিগ চালু করতে চাই তারা। কিন্তু ফুটবল লিগ গুলি চালু হলেও ফুটবলপ্রেমী সমর্থকদের জন্য খুবই খারাপ খবর দিলেন ইতালির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ইতালি ফুটবল ফেডারেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইতালির ফুটবল লিগ গুলি চালু হলেও স্টেডিয়ামের দরজা বন্ধ থাকবে দর্শকদের জন্য, সেটা আগামী 2021 সাল পর্যন্ত স্টেডিয়ামের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। এর মানে এই মরশুম তো বটেই এছাড়াও আগামী মরশুমের বেশিরভাগ সময়ই ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের খেলা দেখার জন্য মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন না ইতালির ফুটবলপ্রেমী সমর্থকরা।
মারন ভাইরাস করোনার জন্য গত মার্চ মাস থেকে ইতালিতে বন্ধ রয়েছে সমস্ত ধরনের ফুটবল। সেই কারণে আর সময় নষ্ট না করে দ্রুত ফুটবল চালু করার পরিকল্পনা শুরু করেছে ইতালি ফুটবল ফেডারেশন। সেই কারণে এই মাসের শেষের দিক থেকে ফুটবলারদের টেস্ট করা শুরু করে দেবে ইতালি ফুটবল ফেডারেশন, তারপরে শুরু করা হবে ফুটবল লিগ।