ফের মর্মান্তিক ঘটনা ফুটবলে! খেলতে খেলতে মাঠেই মৃত্যু ঘটল ২২ বছরের ফুটবলারের।

Published On:

খেলার মাঠে কত কিছুই না হয়ে থাকে। এবার খেলতে খেলতে প্রাণ হারলেন 22 বছরের একজন ফুটবলার। খেলার মাঠে খেলা চলার সময়ই হটাৎ মৃত্যু ঘটলো এই ফুটবলারের। নাইজেরিয়ার নাসারাওয়া ইউনাইটেড ক্লাবের চিনেমে মার্টিন্স নামে এক ডিফেন্ডারের মৃত্যু হয়েছে।

এই ঘটনা ঘটেছে নাইজেরিয়ার প্রিমিয়ার লীগে। নাইজেরিয়ার নাসারাওয়া ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান আইসাক দানলাদি জানিয়েছেন, এইদিন প্রিমিয়ার লীগ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন চিনেমে মার্টিন্স নামের এই ফুটবলার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু ঘটে।

কয়েক মাস আগে ভারতেও ঘটে এমনই এক মর্মান্তিক ঘটনা। কয়েক মাস আগে খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়েন কেরলের ফুটবলার ধনরাজন। তাকেও চিকিৎসা করার সময় পাওয়া যায় নি। তার আগেই মৃত্যু ঘটে ধনরাজনের। নাসারাওয়া ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান আইসাক দানলাদি এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এই ঘটনায় তিনি গভীর ভাবে শোকাহত, এটা নাইজেরিয়ার ফুটবলে একটা কালো দিন হয়ে রয়ে গেল।

সম্পর্কিত খবর

X