বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকদিন এর মতোই ফুটবল খেলার অভ্যাস চলছিল মাঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিঃসাড়ে ভেসে গেল মাঠ। চোখের পলকে জলের স্রোতে ভেসে গেলেন সাত জন ফুটবলার। এমনই মর্মান্তিক ঘটনাটি মরক্কোর দক্ষিণাঞ্চলের। বেশ কয়েকজন সাঁতার কেটে প্রাণে বাঁচলেও নিখোঁজ হন ৭ জন ফুটবলার। শোনা যাচ্ছে, নদী বাঁধ ভেঙে হঠাৎই জল ঢুকে পড়ে ওই গ্রামের স্থানীয় এক মাঠে। সেখানে তখন ম্যাচ চলছিল। চোখের নিমেষে ভেসে যান ফুটবলাররা। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়।
ওই ৭ জন নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোর এবং বাকি ছয়জন ছিল বয়স্ক লোক। মরক্কোর দক্ষিণাঞ্চলে তিজার্ত গ্রামের ওই মাঠে সেই সময় কম মানুষ ছিলেন না। কিন্তু কেউ কিছুই বুঝতে পারেননি। পার্শ্ববর্তী নদী তীরবর্তী অঞ্চলে বাঁধ ভেঙে পড়ায় জল ঢুকতে থাকে গ্রামের ভিতর। মাঠটি অপেক্ষাকৃত নিচু অঞ্চলে থাকায় প্লাবনের জলে ভেসে যায় সবাই। অনেকে প্রাণে বাঁচলেও প্রাণ হারান সেই ফুটবলার রা। অনুসন্ধানকারী দল আরও একজন নিঁখোজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আঞ্চলিক বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ওই নদীর জলতল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি উচ্চতায় পৌঁছেছিল। তবে বাঁধে কোনওরকম ফাটলই কেউ লক্ষ্য করেননি। মনে করা হচ্ছে, জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধ।