বাংলা হান্ট ডেস্ক : প্রথমবার রাজ্যের ক্ষমতায় আসার পর একাধিক ক্ষেত্রে উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা স্বাস্থ্য খাদ্য সহ একাধিক পরিষেবায় আমূল পরিবর্তন এনেছেন। তাই রাজ্যের শাসক শিবিরের ভিড় এক প্রকার শক্তপোক্ত হয়েছে এটা ধারণা হলেও সেই ধারণায় জল ঢেলে দিয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। কারণ এ বারের লোকসভা নির্বাচনে হঠাত্ পরে বিরোধী শিবির বিজেপি শাসক শিবিরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে। তাই বিধানসভা নির্বাচনে দল টিকিয়ে রাখতে এবং রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে একাধিক গঠনমূলক পরিকল্পনার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই আগামী কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের দিকে লক্ষ রাখতে ভিশন 2020 এক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার তৃণমূল সুপ্রিমো রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চলতি বছর এবং আগামী বছরে পৃথক দুটি কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছিলেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব মঞ্জুর হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে এই দুই পৃথক প্রকল্পের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে পরে আলোচনা হবে বলে জানিয়েছেন এক উচ্চ পদস্থ আধিকারিক।
একই সঙ্গে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আসলে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক শিবিরের ফলাফল ব্যালট বাক্সেও মুখ থুবড়ে পড়েছে। এক দিকে বেতন কমিশন অন্য দিকে মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীরা এমনিতেই ক্ষুব্ধ, তাই তো 2021 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া রাজ্যের শাসক শিবির। তাই তো অস্তিত্ব বাঁচাতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।