বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি? সে পাহাড়ি এলাকা হোক বা বরফের কিংবা নদীর। বছরে একবার বা দুবার ঘুরতে যাওয়ার আলাদাই মজা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বা ডুয়ার্সের জঙ্গল তো আমরা কমবেশি অনেকেই ঘুরেছি। তাই এবার উত্তরবঙ্গের একটি নতুন জায়গায় যদি ঘুরতে যাওয়া যায় তাহলে কেমন হয় ?
চলুন, উত্তরবঙ্গের সেই নতুন জায়গাটা নিয়ে আলোচনা করা যাক। সেই জায়গাটার নাম হল নামসু। একেবারে অজানা একটা পর্যটন কেন্দ্র। যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজিমে বিশ্বাসী তাঁদের পক্ষে আদর্শ জায়গা। শিলিগুড়ি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে রয়েছে নামসু (Namsu)। পাহাড় এবং নদীর সংগমে অবস্থিত এই সুন্দর জায়গা। রয়েছে একটা ছোট্ট ক্যাম্প হাউস।
ছোট ছোট ছাতা টাঙিয়ে ছাতার নীচে বসার ও খাবার ব্যবস্থা রয়েছে। খাবার একেবারে মনের মতো পাওয়া যাবে এখানে। রাতে টেন্টে থাকতে পারবেন। একেবারে পাহাড়ের সামনে টেন্টে কয়েকটা দিন কাটানোর সুন্দর জয়গা এই নামসু। একেবারে সাজানো গোছানো সবুজ ঘাসের উপরে সময় কাটানোর সুন্দর জায়গা এটি।
এছাড়া টেন্ট এর সামনে দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। সেখানে পা ডুবিয়ে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। বড় বড় পাথরের উপরে দীর্ঘক্ষণ বসে কাটিয়ে দিতে পারবেন। শিলিগুড়ির কাছে এমন একটা সুন্দর জায়গা হয়তো অনেকের কাছেই অজানা। ফলে এই দুর্দান্ত জায়গাগুলোর গুরুত্ব আজকাল অনেকটাই বাড়ছে।
কিন্তু উত্তরবঙ্গ মানেই আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট , আর তা হল উত্তরবঙ্গ মানেই বেড়ানোর জায়গা। সত্যিই শিলিগুড়ির একেবারে কাছে এমন একটা মনোরম জায়গা খুব কমই দেখা যায়। ঘুম থেকে উঠেই পাহাড়ের দর্শন আর বেলার দিকে বালাসন নদীতে স্নান করে ক্লান্তি কাটিয়ে পিকনিক করার বা ঘোড়ার একটা সুন্দর জায়গা এই নামসু।