বিমানবন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো নিয়োগপত্র প্রদান, অভিযুক্তের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : বিমানবন্দরে চাকরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, চাকরি দেওয়ায় নাম করে প্রতিমা দাস নামের এক গ্রামবাসীর থেকে নেন ৬ লক্ষ টাকা। তার বদলে প্রতিমা দেবীর ছেলে প্রসেনজিৎকে দাসকে দেওয়া হয় ভুয়ো নিয়োগপত্র। এই অভিযোগে আলিপুরদুয়ার শহরের কাছে বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অভিযুক্ত পবন দাস নামে এক ব্যক্তির বাড়ি এসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

উত্তর বাইরাগুড়ি গ্রামের বাসিন্দা প্রতিমা দাসের অভিযোগ তার ছেলেকে এয়ারপোর্ট এ কাজ দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে পবন দাস তার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। এরপর পবন টাকার পরিবর্তে প্রতিমা দেবীর ছেলেকে আই কার্ড, নিয়োগপত্র প্রদান করেন। পরে তার ছেলে যখন সেই নিয়োগপত্র নিয়ে বিমানবন্দরে কাজে যোগ দিতে যান তখন জানতে পারেন সবই ভুয়ো।

প্রতারণার অভিযোগ নিয়ে তারা যান পঞ্চায়েতে। সেখানে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সামনেই পবন ৫০ হাজার টাকা ফেরত দেন। এরপর বাকি টাকা ফেরত দেওয়ায় জন্য ঘোরাতে থাকেন প্রতিমা দেবীদের। প্রতিমা দেবীর অভিযোগ, পবন দাস বহুদিন ধরে টাকা দেবে বলে ঘোরাচ্ছে। পবনের স্ত্রী ঝুমা এই ব্যাপারে বলেছেন, তার স্বামী টাকা নেননি। তিনি হলেন মিডিল ম্যান। টাকা নিয়েছে অন্য কেউ।airport 3

এই বিষয়ে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সিং জানিয়েছেন, “চাকরির টোপ দেখিয়ে লাখ লাখ টাকার প্রতারণা করেছে বলে শুনেছি। ওদের সব আই কার্ড, নিয়োগপত্র জাল। প্রতারনা চক্রটি অনেক বড় ওদের।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর