বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) অনুকূল পরিস্থিতি তৈরি হলে ফিরতে চান দেশে। একটি ভার্চুয়াল বার্তার মাধ্যমে সোমবার রাতে এমন ইঙ্গিতই দিলেন বঙ্গবন্ধু কন্যা। সোমবার রাতে বাংলাদেশের (Bangladesh) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ভিডিও বার্তা সরাসরি প্রচার করা হয়।
বাংলাদেশের (Bangladesh) আমজনতার উদ্দেশ্যে শেখ হাসিনার বার্তা
লাইভ সেই সম্প্রচারে নিজের বক্তৃতার পর হাসিনা কথাও বলেন কয়েকজন সাধারণ মহিলার সাথে। আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হয়েছে, যে মহিলাদের সাথে হাসিনা গতকাল রাতে কথা বলেছেন তাঁরা জুলাই আন্দোলনে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। আওয়ামী লীগের অভিযোগ গত জুলাই আন্দোলনে যে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সুবিচার পাচ্ছে না।
আরোও পড়ুন : বাংলায় ভোটের আগেই মুখ্য নির্বাচনী কমিশনার বদল! কে এই জ্ঞানেশ কুমার? রইল আসল পরিচয়
একই সাথে বাংলাদেশের (Bangladesh) মানুষজনের উদ্দেশ্যে হাসিনা বলেন, “আমি আছি। আমি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করব। ওরা (অন্তর্বর্তী সরকার) যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমার বাবা-মা, তিন ভাইকে যখন হত্যা করেছিল, তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশহত্যার বিচারও আমি করব একদিন।”
আরোও পড়ুন : করে দেখাল মোদী সরকার! এই একটি চালেই দীর্ঘ ১৭ বছর পর বিপুল লাভের সম্মুখীন BSNL
বাংলাদেশে (Bangladesh) আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের উদ্দেশ্যে হাসিনার বার্তা, ন্যায়বিচার দেওয়া হবে ওই পরিবারগুলিকে। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত জড়িয়ে পড়েছিলেন ‘মানবতাবিরোধী’ কার্যকলাপে।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ফলকার টুর্কের বক্তব্য, ‘‘ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ করেছিল।’’ সোমবার রাতের ভার্চুয়াল বার্তায় আক্রান্ত পুলিশ পরিবারের উদ্দেশ্যে হাসিনা বলেন, “ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যখন আমি দেশে ফিরতে পারব, প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব। হত্যাকারীদের বিচারও করব।”
এই প্রসঙ্গ নিয়ে যখন রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ, তখন হাসিনার এই ধরনের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের শয়তান ধরো বা অপারেশন ডেভিল হান্ট নিয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা। এই প্রসঙ্গে হাসিনা বলেন যে, “এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে?”