পূরণ হয়নি ৪০০’র টার্গেট! ক্ষেপে গেলেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের এই নেতা; টিভি ভেঙে ধরিয়ে দিলেন আগুন

বাংলাহান্ট ডেস্ক : এবারের লোকসভা নির্বাচনে বিজেপির (Bharatiya Janata Party) স্লোগান ছিল, “অবকি বার, ৪০০ পার।” ৪০০ দূরের কথা, এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় বিজেপি ম্যাজিক ফিগার থেকেও রয়ে গেছে অনেক দূরে। ৪০০ পার করতে না পারার দুঃখে টিভি ভেঙে তাতে আগুন ধরিয়ে দিলেন রাষ্ট্রীয় হিন্দু পরিষদের সভাপতি গোবিন্দ পরাশর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

এই নেতা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির ফলাফল নিয়ে। তবে জানা গেছে এর আগেও এই ধরনের কাজ করে তিনি মিডিয়ার ফুটেজ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এই বিষয়টি নিয়ে বেশ পরিচিত রাষ্ট্রীয় হিন্দু পরিষদের (Rashtriya Hindu Parishad) সভাপতি। গত ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। সেই নির্বাচনের ফলাফলে বিজেপির আসন সংখ্যা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি পরাশর।

https://x.com/rmulko/status/1798239699443822984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1798239699443822984%7Ctwgr%5E8d76d876aefd6da42ed4ca6fb484e0e4ed5885cf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-34418377133143013974.ampproject.net%2F2405231944000%2Fframe.html

দলীয় কর্মীদের আরো সম্মান করার ও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পরাশর একটি বিবৃতিতে বলেছেন,  ‘দেশ আরও একবার তাদের হাতে চলে গেল, যাঁরা বলতেন ‘ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ’। পরাশর যেভাবে এই টেলিভিশন ভেঙেছেন এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছেন তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বিভিন্ন বিদ্রুপমূলক মন্তব্য করেছেন তাতে।

https://x.com/rmulko/status/1798239166498807914?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1798239166498807914%7Ctwgr%5E71ced2c2f0c2934b818daf41d488e10c36258713%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-34418377133143013974.ampproject.net%2F2405231944000%2Fframe.html

যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে তাতে দেখা যাচ্ছে, পরাশর একটি টেলিভিশন সেট দেওয়াল থেকে বার করে মাটিতে ফেলে দিচ্ছেন এবং তাকে আটকানোর চেষ্টা করছেন দুজন। ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে যে সে টিভি ভেঙে দিয়েছে। তারপর পরাশর আবার লাথি মেরে টিভিটি আরো ভাঙার চেষ্টা করেন। আরো একটি ভিডিওতে দেখা যায় পরাশর টিভিতে আগুন লাগিয়ে দিয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর