বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য। শুধুমাত্র আর দেশের উত্তর পূর্ব প্রান্ত মধ্যেই সীমাবদ্ধ নেই একে একে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে। তাই তো এ বার অসমের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হলেও পশ্চিমবঙ্গে। অসমের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুক্রবার সকাল থেকে দফায় দফায় পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা সহ মালদহ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তির আঁচ।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ নদিয়া মালদহ জেলার বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সমস্ত জায়গায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে এমনকি সড়ক পথ অবরোধ করা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন জায়গায় রেলে ভাঙচুর চালানো হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ট্রেনে। আপাতত ভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে তাই পরিস্থিতি আরও জাতি অগ্নিগর্ভ না হয়ে ওঠে তার জন্যই সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
অন্য দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে রাজ্য সচিব স্বরাষ্ট্রসচিব রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক সেরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কী ভাবে কী কী পদক্ষেপ নিতে হবে সেই সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে বৈঠকে।
গুজব ছড়ানো বন্ধ করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আর সেই কারণে এবার ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহাকুমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।