বাংলা হান্ট ডেস্ক : বার বার ভারতের বিরুদ্ধে মুখ খুলে অপমানিত হচ্ছেন ইমরান খান তবুও এক প্রকার শুধরে নিচ্ছেন না তাই তো বারবার আন্তর্জাতিক মঞ্চে তাঁকে অপমানিত হতে হচ্ছে।ভারতের একাধিক ইস্যু বিল পাশ নিয়ে বরাবরই ইমরান খানের আপত্তি ছিল যেমন কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের পর ইমরান খান কার্যত গোটা বিশ্ব তোলপাড় করে ফেলেছিলেন এ বার টার্গেট ছিল নাগরিকত্ব সংশোধনী বিল।
রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর ভারতকে কটাক্ষ করতে শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান আর তার জেরে এবার তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হল। যেহেতু এবার আইন প্রণয়নের মাধ্যমে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দুরা এ দেশে নাগরিকত্ব পাবেন তাই এই নিয়ে ব্যাপক ক্ষোভ জন্মেছে ইমরান খানের মধ্যে।
কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ইমরান খানের নাক গলানো কোনও ভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান আর তাই সরাসরি দিল্লির পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রীকে বাধ্যতামূলক বিবৃতি না দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে একই সঙ্গে নিজের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার বার্তাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার এই ইস্যুর দিকে মনোনিবেশ করা ইমরান খানের উচিত বলেও মন্তব্য করেন। আসলে ইমরান খান নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এটি নাকি মানবাধিকার এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে বলে জানান।
দেশের অন্দরে এই নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে কম তরজা হয়নি আর এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার বলেছেন যে এই বিল ভারতে থাকা কোনও মুসলিমদের ওপর প্রভাব ফিরবে না এমনকি এই বিলের মাধ্যমে মুসলিমদের থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। তবুও পাক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ তুলে নাগরিকত্ব সংশোধনী বিল ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর ছক বলে মন্তব্য করেছেন আর যা কোনও ভাবেই মেনে নিতে পারছে না ভারত।