বাংলাহান্ট ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সম্পত্তি। দেশ বিদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেকের অনেক সম্পত্তির ক্ষতি হয়। ঝড় বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি। তবে অধিকাংশ মানুষই জানেন না ঝড় বৃষ্টির ফলে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলে কীভাবে ইন্সুরেন্সের (Insurance) টাকা ক্লেইম করতে হয়।
ঝড় বৃষ্টির ফলে বিভিন্ন রকম ভাবে গাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপর হঠাৎ ভেঙে পড়তে পারে কোনও গাছ, আবার রাস্তায় জল জমে থাকলে তা গাড়ির ইঞ্জিনে ঢুকে ক্ষতিগ্রস্ত করতে পারে গাড়িকে। এসব ক্ষতির টাকা আমরা গাড়ির ইন্সুরেন্স থেকে পেয়ে থাকি। আজকের এই প্রতিবেদনে জেনে নিন আপনার গাড়ি ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলে কিভাবে ইন্সুরেন্সের টাকা ক্লেইম করবেন।
জীবন বীমা পলিসির মতোই গাড়ির বীমাতেও সংস্থাগুলি ক্ষতিপূরণ দেয়। আপনি বীমার সংস্থার থেকে কী ধরনের বীমা করেছেন তার উপর নির্ভর করে ক্লেইম সেটলমেন্ট। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যদি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা সংস্থা ক্ষতিপূরণ দেবে। তৃতীয় পক্ষের বিমা এবং কম্প্রিহেনসিভ পলিসি থাকে গাড়ির জন্য।
অন্য কোনও ব্যক্তির দ্বারা যদি আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলেও সংস্থা আপনাকে চুক্তির টাকা দেবে। গাড়ি ছাড়া, আপনারও যদি ক্ষতি হয় তাহলেও সংস্থা টাকা দেবে। বর্তমানে পলিসিগুলিতে পাওয়া যায় অ্যাড অন কভার। অর্থাৎ গাড়ির প্রত্যেকটি যন্ত্রাংশের জন্য আলাদাভাবে বীমা করা যেতে পারে। নির্দিষ্ট সেই যন্ত্রাংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে তাহলে পাওয়া যাবে ক্ষতিপূরণের টাকা।
ঝড় বৃষ্টির সময় শুধুমাত্র দাঁড়িয়ে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হলেই বীমা সংস্থা ক্ষতিপূরণ দেয়। সেক্ষেত্রে বীমার ক্ষতিপূরণের টাকার জন্য আবেদন করলে প্রথমে বীমা সংস্থা গাড়িটিকে যাচাই করে। এরপর তারা তাদের পলিসি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করে। আবার সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে চালকের কোনও ত্রুটি ছিল, তাহলে কিন্তু বীমার টাকা পাওয়া যায় না। তাই বীমা করার আগে সর্বদা নিয়ম ও শর্তগুলি অবশ্যই পড়ে নেবেন।