বাংলা হান্ট ডেস্ক: দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের জন্য বিশেষ বীমা প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গরিব মানুষদের বীমা দেওয়ার জন্য ২০১৫ সালের ৯-মে জীবন জ্যোতি যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা (PMSBY) চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প অনুযায়ী বীমাকৃত ব্যক্তির অ্যাকাউন্টে ২০ টাকা এবং ৪৩৬ টাকার প্রিমিয়াম অর্থাৎ মোট ৪৫৬ টাকা ব্যালেন্স বজায় রাখতে হয়।
এই মিনিমাম ব্যালেন্স না থাকলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে পারে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে ন্যূনতম ২০ টাকার রাখতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা যে সমস্ত ব্যক্তিদের রয়েছে তাদের অ্যাকাউন্টে কমপক্ষে ৪৩৬ টাকার প্রিমিয়াম রাখতে হবে। যদিও আগে এই প্রিমিয়াম ছিল ৩৩০ টাকা।
PMJJBY কী?
দেশের প্রত্যেক নাগরিককে জীবন বীমার সুবিধা প্রদানের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চালু করা হয়েছিল ১৮-৫০ বছর বয়সী যেকোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। এই পলিসির ম্যাচিউর হয় ৫৫ বছর বয়সে।এই প্রকল্পের অধীনে বীমা কেনার জন্য কোনও মেডিকেল পরীক্ষা দিতে হয় না। এর বার্ষিক প্রিমিয়াম এখন ৩৩০টাকা থেকে বেড়ে ৪৩৬ টাকা হয়েছে, যা প্রতি বছর মে বা জুন মাসে বিমাকারীদের সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়। এটি এমন একধরনের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, যা প্রতি বছর রিনিউ করতে হয়।
এই বীমা স্কিমে নাম নথিভুক্ত করার ৪৫দিনের মধ্যে যদি কোনো বিমাকৃত ব্যক্তি মারা যান, তাহলে তাঁর পরিবারের সদস্যরা কিন্তু ওই বীমার সুবিধা পাবেন না। কিন্তু কারও যদি ওই নির্দিষ্ট সময়ের পরে কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে দাবি করা হয় যে অবিলম্বে বীমা কভারের সুবিধা পাওয়া যাবে। প্রসঙ্গত দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে, প্রথম দিন থেকে বীমা কভার পাওয়া যায়। বীমা কভারের সময় সদস্যের মৃত্যু হলে, তাঁর পরিবার ২ লক্ষ টাকা পাবে।
PMSBY কী?
ওই একই বছরে অর্থাৎ ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার আরও একটি বীমা প্রকল্প ঘোষণা করেছিল। যা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা নামে পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্য বিশাল সংখ্যক ভারতীয়দের সুরক্ষা বীমা প্রদান করা। এই বীমা প্রকল্পের অধীনে, সুবিধাভোগী দুর্ঘটনা বীমা কভার পান। এই বীমা প্রকল্পের প্রিমিয়াম এখন বার্ষিক ২০ টাকা। যা আগে ছিল বার্ষিক ১২ টাকা। এই স্কিমটি মূলত ১৮-৭০ বছর বয়সী লোকেদের জন্য।
আরও পড়ুন: তৃণমূল, বিজেপি নয়! সিপিএমকে গো হারান হারাল সঙ্গী কংগ্রেসই, কেরলে হয়ে গেল খেলা
PMSBY-তে ২ লক্ষ টাকার বীমা
১ জুন থেকে ৩১ মে পর্যন্তএই বীমার জন্য আবেদন করা যায়। প্রতি বছর ১ লা জুন বা তার আগে, অটো ডেবিটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি কিস্তি কাটা হয়। এক্ষত্রে বীমাকৃত ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে বিমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে বা সম্পূর্ণরূপে অক্ষম হয়ে গেলে ২ লাখ টাকার দুর্ঘটনা বীমা পাবেন।
১) তবে স্থায়ী আংশিক অক্ষমতার ক্ষেত্রে, ১ লাখ টাকার কভার দেওয়া হয়।
২) তবে যে বা যারা সম্পূর্ণভাবে অক্ষম তাদের ২ লাখ টাকার আর্থিক সাহায্য করা হয়।