বাংলাহান্ট ডেস্ক : অতীতে বহুবার অভিযোগের আঙ্গুল উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। ক্ষমতার বাইরে বেরিয়ে তারা এমন অনেক কিছু করেছেন যা আইনত বৈধ নয়। এই সংক্রান্ত অভিযোগ কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। অবশেষে আদালতের নির্দেশ মেনে বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সিভিক ভলেন্টিয়ার দের কার্যক্ষমতা সম্বন্ধে বিজ্ঞপ্তি জারি করল।
অধিদপ্তরের পক্ষ থেকে শনিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা দুর্গাপূজা, ক্রিসমাস এবং নববর্ষের মতো বিশেষ উৎসবের দিনগুলিতে ট্রাফিক ম্যানেজমেন্ট ও পুলিশকে সহায়তা করতে পারবেন।
রুটিন ডিউটির ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারবেন।
জানা গিয়েছে, অবৈধ পার্কিং রোধে পুলিশকে সাহায্য করতে পারবেন তারা। নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের অন্যতম একটি প্রধান কাজ হবে যাতে সাধারণ মানুষ ট্রাফিক আইন মেনে চলেন সেই দিকে খেয়াল রাখা। এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিধি সম্বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২৯ শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে (State Government) আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১২ সালে সিভিক ভলেন্টিয়ার পদ সৃষ্টি করা হয়। গোটা রাজ্যে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার (Civic volunteer) এর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৯১৬ জন। চুক্তির ভিত্তিতে এই নাগরিক স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হয়।
যদিও প্রথম থেকেই বিরোধীরা এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কথা বলেছেন। বিরোধীদলগুলির বক্তব্য ছিল স্বেচ্ছাসেবকের নামে তৃণমূল সরকার ক্যাডারদের নিয়োগ করছে। এর আগে পৌর ও পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের উপর। বর্তমান নিয়ম অনুযায়ী এখন থেকে তা আর সম্ভব হবে না।