করমণ্ডল দুর্ঘটনাই হল কাল! থমকে গেল বন্দে ভারত, দুরন্ত সহ ৪৩ ট্রেনের চাকা, দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে গতকাল ঘটে গেছে অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা। শুক্রবার উড়িষ্যার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস সম্মুখীন হয় দুর্ঘটনার। ওই সময় করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) ছাড়াও আরো দুটি ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় ওই জায়গায়।

উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনা কবলে পড়ে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী ১২৮৪১ আপ। একটি মালগাড়ির সাথে সংঘর্ষ হয় চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস এর। এরপর ওই একই জায়গায় লাইনচ্যুত হয়ে যায় যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস।

যে সময় মাল গাড়ির সাথে করমন্ডল এক্সপ্রেস এর সংঘর্ষ হয় সেই সময় পাশের লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। ওই সময় লাইনে উল্টে পড়ে থাকা করমন্ডল এক্সপ্রেস এর বগিগুলির সাথে ধাক্কা লাগে যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন ২৩৩ জন। শয়ে শয়ে মানুষ আহত।

এই দুর্ঘটনার পর রেল ৪৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে। পাশাপাশি রুট বদল করা হয়েছে 38 টি ট্রেনের। মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেনকে। দুর্ঘটনার ফলে পরিবর্তন হয়েছে বেশকিছু লোকাল ট্রেনের সময়সূচিতে।

 

 

 

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা:

২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।

১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস।

২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস।

০৮০৩১ বালাসোর-ভদ্রক।

০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।

০৮৪১৫ জলেশ্বর-পুরী।

১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।

১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস।

০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।

১২২৪৫ হাওড়া-SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস।

০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল।

১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।

০৮৪১৬ পুরী-জলেশ্বর।

০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল।

০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর।

১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস।

১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।

১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।

১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

০৮০৩২ ভদ্রক-বালাসোর স্পেশাল।

১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।

২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

১২৮১৫ পুরী-আনন্দবিহার টার্মিনাল নন্দন কানন এক্সপ্রেস।

২২৮৯০ পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস।

১২৫৫১ SMVT বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস।

১২২৫৩ SMVT বেঙ্গালুরু-ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস।

১২৮৬৪ হাওড়া-SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস।

১২৮৯২ পুরী-বাঙ্গিরিপোষি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর