সাইবার হ্যাকিংয়ের মুখে পড়তে পারে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, সতর্ক করা হল ইসরোকে

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই চন্দ্রযান টু এর অবতরণ নিয়ে এখনও অবধি চিন্তা কাটেনি ভারতীয় গবেষণা সংস্থার কিন্তু এরই মধ্যে এ বার সাইবার হ্যাকিংয়ের আশঙ্কা প্রকাশ করা হল৷ সূত্রের খবর সাইবার হ্যাকিংয়ের মুখে পড়তে পারে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো তাই ইন্টারনেটের মাধ্যমে গোপনীয় তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইসরোকে সতর্ক করা হয়েছে৷download 18

কয়েক দিন আগেই এনপিসিআই এল এর সাইবার হানার খবর পাওয়া গিয়েছিল ঠিক তার পরেই এবার মার্কিন সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থার তরফ থেকে জানা গিয়েছে ইসরোর সার্ভারের মধ্যে তথ্য চুরির জন্য ব্যবহৃত কিছু ম্যালওয়ারের খোঁজ পাওয়া গিয়েছে৷ যা পরবর্তীকালে তথ্য চুরি করতে পারবে৷

এই অত্যাধুনিক তথ্য চুরির বিশেষ ব্যবস্থাকে দুই ট্রাক বলে উল্লেখ করেছেন সাইবার বিশেষজ্ঞরা৷ এটি ইতিমধ্যেই গতিবিধি নজরে রাখতে শুরু করেছে, তাই কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এ রাতেই সাইবার হুমকির বিষয়ে সচেতনতা তৈরি করতে চাইছে মার্কিন সাইবার বিশেষজ্ঞরা৷

জানা গিয়েছে ডি ট্র্যাক নামে স্পাই ওয়ারের মাধ্যমে যে ডিভাইসের ওপর আক্রমণ করবে তার ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসে৷ আর এ ভাবেই এই ম্যালওয়্যারটি  স্ক্যানিং পরিষেবার মাধ্যমে তথ্য চুরি করে নেয়৷ চন্দ্রযান টু এর অবতরণ ব্যর্থ হওয়ার পরেই কুদানকুলামপরমাণু বিদ্যুত্ কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল, তবে ইসরোর তরফ থেকে এখনও অবধি সাইবার হানার বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি বলে জানা গিয়েছে৷

সম্পর্কিত খবর