“বসে বসে খায়,” “টেবিলে গাদা গাদা ফাইল পড়ে ,” DA আন্দোলনকারীদের ফের তোপ মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে। এমন অবস্থায় ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটিকে। মুখ্যমন্ত্রী (Chief Minister) বললেন, কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা শুধুই বসে বসে খায়। কোনও কাজ করেন না তারা।

একই সাথে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কো-অর্ডিনেশন কমিটি বিজেপির সাথে হাত মিলিয়ে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছে। আজ কর্মচারীদের এই কমিটিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা কোথাও কুস্তি করে, কোথাও দোস্তি করে।” এরই সাথে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের দিল্লিতে গিয়ে করা বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

প্রবল দাবদহ নিয়ে করা একটি প্রশ্নের প্রেক্ষিতে নবান্নে আজ বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,যে সিদ্ধান্ত সর্বপ্রথম নেওয়া উচিত আমরা সেটা নিয়ে ফেলেছি। আমরা যদি সবাইকে ছুটি দিয়ে দিই তাহলে কে চিকিৎসা করবে আপনাদের? খাদ্য পৌঁছে দেবেন কে? জল দেবেন কে? সরি, আমি কোনরকম পার্থক্য করতে চাই না কো অর্ডিনেশন কমিটি ও ফেডারেশনের মধ্যে। কিন্তু আমি তো সেদিন দেখতে গিয়ে দেখলাম। গাদা গাদা ফাইল পড়ে রয়েছে টেবিলে।”

DA protest

মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি ও কো-অর্ডিনেশন কমিটির একাংশ রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একযোগে কাজ করছে। প্রসঙ্গত এর আগেও আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনরত কর্মীদের চোর-ডাকাত বলেও কটাক্ষ করেন তিনি। যদিও এরপর তীব্র প্রতিবাদ জানায় সরকারি কর্মীদের একাংশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর