বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড এবার থেকে আর ব্যবহার করা যাবে না জন্মের নথি বা জন্ম প্রমাণপত্র হিসাবে। UIDAI এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানাচ্ছে, একজন ব্যক্তির পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। তবে আধার কার্ডে উল্লেখিত জন্ম তারিখ কোনও ভাবেই ওই ব্যক্তির জন্ম প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয়।
EPFO-তে জন্ম প্রমান পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার ঘিরে সম্প্রতি তৈরি হয়েছিল তীব্র জটিলতা। বহু মানুষ জন্মের প্রমাণপত্র হিসাবে EPFO-তে জমা দিয়েছেন আধার কার্ড। শ্রম মন্ত্রকের পক্ষ থেকে তাতে ছাড়পত্রও দেওয়া হয়। এছাড়াও জন্মের প্রমাণপত্র হিসাবে বিভিন্ন ব্যাংকের কেওয়াইসি-তেও আধার গ্রহণ করা হয়।
আরোও পড়ুন : রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ রেলের, দেশের সমস্ত স্টেশনকে সাজানো হবে আলোকসজ্জায়
এমনকি পাসপোর্টেও জন্মের নথি হিসেবে গ্রহণ করা হয় আধার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (IT Ministry) বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসাবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে চাইছে। ইপিএফও-কে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এক ব্যক্তির পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করা হলেও, জন্ম নথি হিসাবে তা ব্যবহার করা যাবে না।
আরোও পড়ুন : সোনায় সোহাগা! DA না বাড়লেও ফের বাড়ল ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংক ও বিভিন্ন আর্থিক সংস্থাকে।কেন্দ্রীয় সরকার যখন প্রত্যেকটি ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করছে তখন কেন এই ধরনের সিদ্ধান্ত নিল ইউআইডিএআই? সেই বিষয়ে অবশ্য আমজনতার মনে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে।
একটি সূত্র দাবি করছে, আধার কার্ড তৈরির সময় এক ব্যক্তির জন্ম তারিখ যাচাই করে না ইউআইডিএআই কর্তৃপক্ষ। ওই ব্যক্তির দেওয়া যে কোনও প্রমাণপত্রের সাপেক্ষেই জন্ম তারিখ ব্যবহার করা হয় আধারে। এই জন্ম তারিখ যে ওই ব্যক্তির প্রকৃত জন্ম তারিখ সেই বিষয়ে আধার কর্তৃপক্ষও গ্যারান্টি দেয় না।