‘DA বৈঠকের নিটফল জিরো, মালকিন ভৃত্যরা একই কথা বলে’, ক্ষোভপ্রকাশ কর্মীদের

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ডিএ (Dearness Allowance) ইস্যুতে তোলপাড় রাজ্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তুলে অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে অনশন করার পাশাপাশি রাজ্য সরকারের উপর যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।

ফলে, জটিলতা কাটাতে গত ১৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ১৭ এপ্রিলের থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে হবে। সেই মতোই আজ নবান্নের ১৩ তলায় বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ বৈঠক শুরু হয়।

প্রায় ১ ঘন্টা ধরে বৈঠক চললেও আলোচনা শেষে ক্ষোভে ফেটে পড়েন সরকারী কর্মচারীরা। তারা দাবি করেন, পুরোপুরি ব্যর্থ হয়েছে বৈঠক। তাই আন্দোলন আরও জোরদার করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানান, ‘বৈঠকের নিটফল জিরো। সকলের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই রাজ্যে মালকিন যেটা বলেন, ওঁনার ভৃত্যরা সেটাই বৈঠকে আওড়ে গেলেন।’

DA protest

সেই বৈঠকের পর নবান্নের বাইরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেন, ‘সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই বৈঠক। (আমাদের প্রশ্ন বা সওয়ালের মুখে) ওঁনারা (রাজ্য সরকারের আমলা) কোনওরকম সদর্থক উত্তর দিতে পারেননি। এই বৈঠক থেকে কোনও ইতিবাচক ফল মেলেনি।’ ফলে, ডিএ ইস্যুতে রাজ্য সরকার যে আবারও বিপাকে পড়তে চলেছে একথা বলাই বাহুল্য।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর