দেবেন্দ্র ফড়নবিসের পদত্যাগের পরেই সামাজিক মাধ্যম ভরে উঠল বিভিন্ন মন্তব্যে

Published On:

বাংলা হান্ট ডেস্ক :চার দিনের মাথাতেই নতুন করে গড়ে ওঠা মহারাষ্ট্র সরকার ভেঙে চুরমার হয়ে গেছে। শনিবার শপথ নিয়ে মঙ্গলবার পদত্যাগ। মহারাষ্ট্রের রাজনৈতিক ময়দানে যেন নতুন করে নাটকের পর নাটক শুরু হয়েছে। বিজেপি শিবির ফলাও করে সরকার গঠনের পথে পা বাড়ালেও সেই স্বপ্ন মাত্র তিনিদিনের মধ্যেই ভেঙে চুরমার। এদিকে অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন নিয়ে কার্যত ক্ষোভে ফঁসছিল পাওয়ার পরিবার।

মেয়ে সুপ্রিয়া সহ গোটা পাওয়ার সদস্যরাই অজিতের এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারে নি। তবে কথাতেই আছে রক্তের সম্পর্ক কখনও বেইমানি করে না। তাইবিজেপিকে তিনদিনের জন্য সমর্থণ করলেও আবারও কাকার দলেই ভিড়েছেন অজিত। তাই পাওয়ার পরিবার আবারও জোড়া লাগতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আসলে গত সপ্তাহের শুক্রবার অবধি অজিতের সমর্থণ ছিল এনসিপিতেই, কিন্তু মাত্র কয়েকঘন্টার মধ্যে বিজেপিকে সমর্থণ দেখাতে শুরু করে। আর তাই রাতারাতি মহারাষ্টের রাষ্ট্রপতি শাসন উঠে গিয়ে মুখ্যমন্ত্রী শাসন শুরু হয়।শপথ গ্রহণ শুরুও হয় তবে সঙ্গে সঙ্গেই অজিতের সঙ্গে আসা আট বিধায়ক নিজেদের ঘরে ফিরতে শুরু করে আর এতেই শুরু হয় মহারাষ্চ্রের মহানাটকের আরও এক অধ্যায়। তারপর কাকাও ডাকে ভাইপোকে।

যে কাকার জন্য ভাইপোর এত দাপট সেই কাকার ডাকে এবার সাড়াই দিলেন অজিত। এরপর মঙ্গলবার অজিতের সঙ্গে শরদের সাক্ষত হয়। তাই মাত্র তিনদিনের ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগে। তাই একদিকে কাকা ভাইপোর সম্পর্ক ঠিক হওয়ায় কাজনৈতিক ক্ষেত্রে যেমন এনসিপির ক্ষমতা বাড়ল তেমনই পাওয়রা পরিবারেও সম্পর্কের হাল ফিরল বলেই মনে করছেন রাজনীতি বিদরা।

সম্পর্কিত খবর

X