ভোটার কার্ড থাকলেও দিতে পারবেন না ভোট! বিপদে পড়ার আগে হন সতর্ক

বাংলাহান্ট ডেস্ক : (Election) নির্বাচন আসছে। আপনার ভোটার কার্ড (Voter Card) রয়েছে? ভাবছেন তাহলেই হয়ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? কিন্তু সাবধান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এল বড় আপডেট। ভোটার লিস্টে নাম না থাকলে দেওয়া যাবে না ভোট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটারদের তালিকা দেখে নেওয়ার অনুরোধ জানালেন।

ভোটার তালিকা (Voter List) দেখার জন্য আপনারা SMS করতে পারেন 1950 নম্বরে। এছাড়াও Saksham app-র মাধ্যমে ভোটার তালিকা দেখতে পারেন। এছাড়া প্রার্থীদের মনোয়ন পেশের ১০ দিন আগে পর্যন্ত নাম তোলা যায় ভোটার তালিকায়। ইতিমধ্যেই দেশে লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হয়ে গেছে। প্রথম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল।

আরোও পড়ুন : সাপের মত ওটা কী! লম্বায় ১৫ মিটার, বয়স প্রায় ৪৭ মিলিয়ন! গুজরাটে বিজ্ঞানীরা পেলেন এক অদ্ভুত জীবাশ্ম

প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও  জলপাইগুড়িতে ভোটগ্রহণ হয়েছে। আরো ৬ দফা লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ বাকি। বাংলার রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে আগামী ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে ৭ মে(তৃতীয় দফা) মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হবে।

আরোও পড়ুন : বিজেপি প্রার্থীর প্রচারে দেদার পকেটমারি, খোয়া গেল হাজার হাজার টাকা

এরপর ১৩ মে(চতুর্থ দফা) কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, ২০ মে(পঞ্চম দফা) শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, ২৫ মে(ষষ্ঠ দফা) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে ভোটগ্রহণ (Vote) চলবে।

শেষ ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে ১ জুন। ১ জুন(সপ্তম দফা) কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন। প্রথম দফায় গোটা দেশে ভোট পড়েছে প্রায় ৬০%।

voter id card

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গড়ে প্রায় ৬৬% ভোট পড়েছে। অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার মতো উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ভারত-শাসিত কাশ্মীরের মতো রাজ্যেও ভোট হয় প্রথম দফায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর