পার্শ্ব শিক্ষক অনশন আন্দোলন: পঞ্চম দিনের অধিবেশনে মুখ্যমন্ত্রীর উদাসীনতাকে দায়ী করলেন লকেট, তুমুল হট্টগোল সংসদে

বাংলা হান্ট ডেস্ক : প্রায় দুই সপ্তাহের বেশি হয়ে গেল রাজ্যে পার্শ্বশিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলনের পথে হেঁটেছেন, একই সঙ্গে 33 জন পার্শ্ব শিক্ষক অনশন করেছিলেন যার মধ্যে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের রেবতী রাউত নামের এক অনশনকারী পার্শ্ব শিক্ষিকার মৃত্যু হয়েছে। এবার পার্শ্ব শিক্ষিকার মৃত্যুর ঘটনা এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের আঁচ পড়ল সংসদের শীতকালীন অধিবেশনেই।শুক্রবার পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের বিষয়টি প্রথম উপস্থাপন করেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।bjp mp from hooghly locket chatterjee addresses a 889658

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতাকে দায়ী করে বাংলার শিক্ষকদের শোচনীয় অবস্থা বলে জানান লকেট। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে শুধুমাত্র মেলা এবং খেলার জন্য টাকা দেওয়া হয় অথচ শিক্ষকদের দিকে তাকানো হচ্ছে না এমনটা মন্তব্য করেন লকেট। যদিও এখানেই থেমে থাকেন নাই রেবতী রাউতের মৃত্যু প্রসঙ্গ তুলে ধরে যেভাবে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে দায়সারা ভাব দেখানো হয়েছে তাতে আরও বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, টানা পনেরো দিন ধরে রাজ্যের পার্শ্বশিক্ষকদের একাংশ চার দফা দাবি নিয়ে বিকাশ ভবনের অদূরে অবস্থান বিক্ষোভ ও আন্দোলনে সামিল হয়েছে। যদিও এখনও অবধি রাজ্যের কোনও বুদ্ধিজীবীদের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন পূর্ব মেদিনীপুরের রেবতী রাউত নামের এক পার্শ্ব শিক্ষিকার মৃত্যু হয়েছে সোমবার একই সঙ্গে দু জন পার্শ্বশিক্ষক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন।

 

সম্পর্কিত খবর