দেশের আর্থিক অবস্থা ভালো বলেই তিনটি সিনেমার একদিনে আয় 120 কোটি: রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক সংকট চলছে, আন্তর্জাতিক মঞ্চেও এ কথা প্রচারিত৷ কিন্তু দেশের আর্থিক বেহাল দশার কথা কিছুতেই যেন স্বীকার করতে চাইছে না দেশের কেন্দ্রীয় নেতৃত্বরা৷ একদিকে যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি বৃদ্ধির হার ঠিক রয়েছে এবং আর্থিক সংকট পরিস্থিতি নিয়ন্ত্রেনর হয়েই সাফাই গেয়েছেলিনে কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রমানিত হয়েছে দেশের আর্থিক দুরাবস্থার কথা৷ তবে এবার অর্থমন্ত্রীর পথেই হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ৷ দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে বলিউড সিনেমার প্রসঙ্গ টানলেন তিনি৷ তাই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না হলে তিনটি সিনেমা একদিনে 120 কোটি টাকা আয় করতে পারতনা বলেই দাবি করেছেন তিনি৷875391 ravi shankar prasad

মহারাষ্ট্রে আসন্ন বিধনসভা নির্বাচনের প্রচারে এসে সংবাদমাধ্যমের সামনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে 2 অক্টোবর তারিখে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার প্রসঙ্গ টেনে ছুটির দিনে তিনটি সিনেমা 120 কোটি টাকা আয় করল ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপই হয় ৷ তাহলে এটা সম্ভব হল কী করে ? এমন প্রশ্ন ছুঁড়ে দেন, একইসঙ্গে দেশের ব্যবসা, প্রযুক্তি ও তথ্য ক্ষেত্রে কাজের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি৷ পাশাপাশি বেকারত্য ইস্যুতে তিনি জানান দেশের থেকে বেকারত্ব ঘোচাতে বিজেপি সরকার৷

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে আইএমএফ প্রধান জর্জিভা দেশের আর্থিক বৃদ্ধির বেহাল দশার কথা তুলে ধরে সতর্কতা বার্তা দিয়েছিলেন৷ পাশাপাশি তিনি জানিয়েছিলেন চলতি বছরেই নাকি দেশের আর্থিক বৃদ্ধি সর্বনিম্ন এবং কয়েক মাস ধরে এই অবস্থা চলবে বলেও অশনি সংকেত দিয়েছিলেন৷ শুধু ভারত নয় বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশও এই সমস্যার মধ্যে পড়েছে বলে জানিয়েছিলেন৷ তার পরেও কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে দেশের বিভিন্ন স্তরে তাঁর যুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷


সম্পর্কিত খবর