বাংলা হান্ট ডেস্ক: সংবিধানের ৩৭০ ধারা বিলোপ হবার পর অর্থাৎ এ বছরের ১৫ আগস্ট আলাদা গুরুত্ব বহন করেছিলশ্রীনগরে। সেখানে শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে তেরঙা উত্তোলন করেছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। পূর্বতন রাজ্যটির সমস্ত পঞ্চায়েতকে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছিলেন গৃহমন্ত্রী জি কিষণ রেড্ডি।
এতদিন তেরঙা পতাকার সঙ্গে উড়ত রাজ্যের নিজস্ব পতাকা। কিন্তু এবার সদ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়া জম্মু-কাশ্মীরের সচিবালয়গুলিতে শুধুমাত্র ভারতের জাতীয় পতাকাই উড়তে দেখা যাবে।
সংবাদসংস্থা এএনআই এক টুইটে দুটি ছবি পোস্ট করে লিখেছে, ‘রাজ্যের পতাকা সরিয়ে নেওয়া হয়েছে সচিবালয় থেকে। শুধুমাত্র তেরঙাই উড়ছে বাড়িটির মাথায়।’ সূত্রের খবর, সরকারি অফিসগুলিতেও এবার থেকে জাতীয় পতাকা উড়তে দেখা যাবে। ‘বিশেষ’ রাজ্যের মর্যাদা খর্ব করার পর থেকে এখনও অশান্ত পরিস্থিতি কাশ্মীর উপত্যকায়। দেশীয় সংবাদমাধ্যম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার খবর দিলেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি বলছে, উত্তেজনা এখনও বিশেষ নিয়ন্ত্রিত হয়নি।ব্যহত হতে পারে জনজীবন আশংকা পুরোপুরি এড়িয়ে দেওয়া যাচ্ছেনা।