সুখী বিবাহিত জীবন কাটাতে এই দশটি টিপস মেনে চলার পরামর্শ দিয়েছিলেন চানক্য

বাংলা হান্ট ডেস্ক : বিবাহিত জীবনে সুখের কামনা সবাই করে, বিবাহ মানে সাত জন্মের বন্ধন৷ আর বিবাহ মানে শেষ জীবনের আগের ধাপ তাই বিবাহিত জীবনে সুখী হলে সারা জীবনে আর কিছুরই অভাব থাকে না তাই দার্শনিক, গুরু ও সর্বোপরি একজন কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্য সুখী বিবাহিত জীবনের জন্য দশটি টিপস মেনে চলার পরামর্শ দিয়েছিলেন৷download 1 9

আর সেই গুলি হল- 1. স্ত্রী কুত্সিত হলেও কোনও সমস্যা নেই তবে দেখতে হবে তাঁর পরিবার যেন ভাল হয়৷ 2. সুখী বিবাহিত জীবনের জন্য স্বামী ও স্ত্রী দু জনের অবদান সমান থাকা উচিত, একজন সমস্যায় পড়লে যেন অপরজন সাহায্য করেন৷ 3. যে নারীর অবস্থান পুরুষের সমান বা তার থেকে কম এমন নারীকে বিবাহ করা উচিত৷

4. ধার্মিক নয় এমন নারীকে বিয়ে না করাই ভাল৷ 5. যে নারী বিয়ের পর শ্বশুরবাড়ির সঙ্গে ছলনা করতে পারে বা স্বামীর সঙ্গে ছলনা করতে পারে এমন কাউকে বিয়ে করা উচিত নয়৷6. যে মহিলা ঝগড়াটে হয় তাকে কখনোই বিয়ে করা উচিত নয়৷ 7. স্ত্রীর সঙ্গে কখনওই খারাপ ব্যবহার করা উচিত নয় তা হলে সংসারে অশান্তি নেমে আসে৷

8. প্রতিটি স্ত্রীর স্বামীকে দেবতা হিসেবে বরণ করা উচিত৷ 9. যে স্ত্রী খুব শত এবং বুদ্ধিমতি হয় তাঁদের বিবাহ জীবন খুবই সুখের হয়৷ 10. যে মহিলা বাড়ির সব কাজ একা হাতে কোমর বেঁধে সামলাতে পারবেন এমন মহিলাকে বিবাহ করা উচিত৷


সম্পর্কিত খবর