কোরিয়ান তরুণীকে মুম্বইয়ের রাস্তায় হেনস্থা, দুই অভিযুক্তকে চোকাতে হল বড় মূল্য

বাংলাহান্ট ডেস্ক : এক কোরিয়ান ইউটিউবার ভারতে (India) ঘুরতে এসেছিলেন। মুম্বাইয়ে রাস্তায় লাইভ সময় দুই যুবকের হাতে হেনস্থার শিকার হন এই তরুণী ইউটিউবার। দুই যুবক প্রকাশ্য রাস্তায় এই কোরিয়ান ইউটিউবারকে হাত ধরে টানাটানি করতে শুরু করে। জোর করে বাইকে ওঠানোর চেষ্টাও করে তারা। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে।

ঘটনা প্রকাশ্যে আসতে তৎপর হয় মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ অভিযুক্ত দুই যুবক শেইখ ও আনসারিকে গ্রেপ্তার করে। এই ভিডিও দেখে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অবশেষে মোটা টাকার বিনিময়ে এই দুই যুবক জামিন পেলেন। দুই যুবকের জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের বান্দ্রা মেট্রোপলিটান আদালত। মোটা টাকার বন্ডের বিনিময় আদালত এই দুই অভিযুক্তর জামিন মঞ্জুর করেছে।

জানা গিয়েছে, ১৫ হাজার টাকা করে প্রত্যেক অভিযুক্তকে বন্ড দিতে হয়েছে। জামিন পেলেও আদালতের কড়া নির্দেশ রয়েছে এই অভিযুক্তর উপর। আদালত নির্দেশ দিয়েছে তদন্তে সহযোগিতার জন্য। ভারতীয় সংবিধানের ৩৫৪ নম্বর ধারায়, এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে মামলা ধার্য হয়েছে এই দুই অভিযুক্তর বিরুদ্ধে। তৎপরতার সাথে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছিলেন নির্যাতিতা।

https://twitter.com/mhyochi/status/1600362759186939905?s=20&t=wxXbjN9ZbidW5KbCpFb__A

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “তৎপরতার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ। আমাকে যারা হেনস্থা করেছিল তাদের গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ।” উল্লেখ্য, এই ভিডিও দেখে ভারতীয় এক যুবক ছুটে আসেন তরুণীকে রক্ষা করার জন্য। এরপর সোশ্যাল মিডিয়ায় এই যুবকের জন্য শুভেচ্ছার বন্যা বয়ে যায়। দেশের সম্মান রক্ষা করার জন্য এই যুবককে ধন্যবাদও জানান নেটিজেনরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর